ইংরেজি দক্ষতা সূচকে ৮ ধাপ এগোল বাংলাদেশ

এডুকেশন ফার্স্টের ইংরেজি দক্ষতা সূচক-২০২০ এ ৬৩ তম অবস্থানে আছে বাংলাদেশ।
সূচকে বাংলাদেশ পেয়েছে ৪৬৭ পয়েন্ট, সূচকের পরিমাপ অনুযায়ী এই পয়েন্টও নিম্ন দক্ষতা নির্দেশ করে। ২৪টি এশিয়ান দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২ তম। ২০১৯ সালে এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭১ তম।
এবছর ৬৫২ পয়েন্ট নিয়ে সূচকের শীর্ষে আছে নেদারল্যান্ডস। ৬৩২ ও ৬৩১ পয়েন্ট নিয়ে সূচকের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে ডেনমার্ক ও ফিনল্যান্ড।

অন্যদিকে ৩৮১ পয়েন্ট নিয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে তাজিকিস্তান। ৩৮৩ পয়েন্ট নিয়ে ৯৯ তম অবস্থানে আছে ইরাক, ৯৮ তম অবস্থানে থাকা ওমান পেয়েছে ৩৯৮ পয়েন্ট। ইংরেজি দক্ষতায় নিম্ন অবস্থানে আছে এ দেশগুলো।
এ সূচকটি ইংরেজি দক্ষতা পরিমাপে বিশ্বের বৃহত্তম র্যাঙ্কিং। একশোটি দেশ ও অঞ্চলের ২২ লাখ মানুষের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সূচকের ফলাফল প্রকাশিত হয়েছে।