আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬৪

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৬৮ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৫৬৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৭ হাজার ৬৬৭ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস।
মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। তাদের ৩ জনের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে এবং ২ জনের বয়স ৬০ বছরের ওপরে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে ১৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬২৬টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট আক্রান্ত: ৭ হাজার ৬৬৭ জন।
- এ পর্যন্ত সুস্থ হয়েছেন: ১৬০ জন।
- মারা গেছেন: ১৬৮ জন।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৩২ লাখ ২৯ হাজার ৮১৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১০ লাখ ৬ হাজার ৯৮৮ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ২৮ হাজার ৩৭৬ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ৬১ হাজার ৬৬৯ জন।
- ইতালি: ২৭ হাজার ৬৮২ জন।
- যুক্তরাজ্য: ২৬ হাজার ৯৭ জন।
- স্পেন: ২৪ হাজার ২৭৫ জন।
- ফ্রান্স: ২৪ হাজার ৮৭ জন।
- বেলজিয়াম: ৭ হাজার ৫০১ জন।
- জার্মানি: ৬ হাজার ৪৬৭ জন।
- ইরান: ৫ হাজার ৯৫৭ জন।
- ব্রাজিল: ৫ হাজার ৫১৩ জন।
- নেদারল্যান্ড: ৪ হাজার ৭১১ জন।