আখাউড়া স্থলবন্দর ৯ দিন পর সচল

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে টানা ৯ দিন বন্ধ থাকার পর আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে ভারতের আগরতলায় পণ্যবোঝাই ট্রাক পবেশ করছে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। এর ফলে বন্দরে কর্মরত শ্রমিক-ব্যবসায়ীদের মাঝে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
এর আগে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে কর্মরত ছয়জন বিএসএফ সদস্য ও দুইজন কাস্টমস এবং ইমিগ্রেশন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় গত ৭ জুন থেকে ১২ জুন পর্যন্ত পণ্য আমদানি বন্ধ রাখার ঘোষণা দেয় ভারতীয় ব্যবসায়ীরা। ১৩ জুন থেকে পণ্য আমদানি করার কথা থাকলেও আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট ও আগরতলা স্থলবন্দরে কর্মরত বিএসএফ সদস্যসহ প্রায় তিনশ' জনের নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত পণ্য নিতে অনীহা প্রকাশ করেন ভারতীয় ব্যবসায়ীরা।
এর ফলে কার্যত অচল হয়ে পড়ে আখাউড়া স্থলবন্দর। রফতানি বন্ধ থাকায় প্রতিদিন অন্তত এক কোটি টাকার পণ্য রফতানি থেকে বঞ্চিত হন বাংলাদেশি ব্যবসায়ীরা। নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর মঙ্গলবার দুপুর থেকে আবারও পণ্য আমদানি শুরু করেছে ভারতীয় ব্যবসায়ীরা।
স্থলবন্দরের ব্যবসায়ী নেতা মো. শফিকুল ইসলাম বলেন, বিএসএফ সদস্যসহ প্রায় তিনশজনের রিপোর্ট না আসা পর্যন্ত পণ্য আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ব্যবসায়ীরা। পরবর্তী সময়ে সবার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় মঙ্গলবার দুপুর থেকে আবারও পণ্য আমদানি শুরু করেছে তারা। আজকে ১০ ট্রাক ভোজ্য তেল রফতানি হবে আগরতলায়।