একদিনে রেকর্ড আক্রান্ত ৭৯০ জন, মৃত্যু আরও ৩ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১১ হাজার ৭১৯ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৮৬ জনে দাঁড়ালো। নতুন করে মারা যাওয়াদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী, দুজন ঢাকার এবং একজন ঢাকার বাইরের বাসিন্দা, দুজন ষাটোর্ধ্ব এবং একজন চল্লিশোর্ধ্ব বয়সী।
বুধবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২৫৮ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১ হাজার ৭৬১ জন সুস্থ হয়েছেন।
তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৭৭১টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে পরীক্ষা করা হয় ৬ হাজার ২৪১টি নমুনা। সারা দেশে বর্তমানে মোট ৩৩টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট আক্রান্ত: ১১ হাজার ৬৪৬ জন।
- মারা গেছেন: ১৮৬ জন।
- মোট সুস্থ: ১,৭৬১ জন।
- মোট নমুনা পরীক্ষা: ৯৯,৬৪৬টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বুধবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৩৭ লাখ ৪০ হাজার ৫৯১ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১২ লাখ ৪৭ হাজার ৫১২ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৫৮ হাজার ৪৮১ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ৭২ হাজার ২৭৫ জন।
- যুক্তরাজ্য: ২৯ হাজার ৪২৭ জন।
- ইতালি: ২৯ হাজার ৩১৫ জন।
- স্পেন: ২৫ হাজার ৬১৩ জন।
- ফ্রান্স: ২৫ হাজার ৫৩১ জন।
- বেলজিয়াম: ৮ হাজার ১৬ জন।
- ব্রাজিল: ৭ হাজার ৯৫৮ জন।
- জার্মানি: ৬ হাজার ৯৯৩ জন।
- ইরান: ৬ হাজার ৩৪০ জন।
- নেদারল্যান্ডস: ৫ হাজার ১৬৮ জন।