অভিবাসী শ্রমিকদের জন্য আসছে বিশেষ ফ্লাইট: সিএএবি
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও সিঙ্গাপুরের অভিবাসী শ্রমিকদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে শীঘ্রই। বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএবি) আগামীকাল বৃহস্পতিবার এ ব্যাপারে তাদের বিস্তারিত কর্মপরিকল্পনা জানাবে।
আজ বেলা ১১ টায় এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
পররাষ্ট্র সচিবকে প্রধান করে আয়োজিত এ সভায় আরও যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহণের চেয়ারম্যান, বিমান বাংলাদেশের এমডি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে, কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকার ভিত্তিতে বিদেশে আটকে পড়া অভিবাসী শ্রমিকদের ফিরিয়ে আনা নিয়োগকারী এজেন্সিগুলোরই দায়িত্ব।
সেখানে আরও সিদ্ধান্ত নেয়া হয়, প্রবাসী শ্রমিকেরা শুধুমাত্র জরুরি প্রয়োজনের ভিত্তিতে দেশে আসতে পারবে এবং এ ব্যাপারে আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে অনুমোদন পেতে হবে । এছাড়াও ফিরে এসে শ্রমিকদের অবশ্যই দেশের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিনসহ অন্যান্য ব্যবস্থা মেনে চলতে হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুস সালেহীন 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'-কে বিষয়টি নিশ্চিত করেছেন।