অফিস জীবাণুমুক্ত করার সার্ভিস নিয়ে এল এসবিজনেস

যথাযথ নিয়ম মেনে সীমিত আকারে অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালু করার অনুমতি দিয়েছে সরকার। এদিকে কোভিড-১৯ পরিস্থিতিতে টানা দুইমাসের লকডাউনে পরিষ্কার করা হয়নি অধিকাংশ অফিসই। এমন পরিস্থিতিতে অফিস স্পেস জীবাণুমুক্ত করার সেবা দিচ্ছে sBusiness.xyz।
সার্ভিসটি পেতে sBusiness.xyz ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই অর্ডার করা সম্ভব। অনলাইনে "Office Disinfecting Service" সার্ভিসটি পেতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-
ধাপ-১: প্রথমে sBusiness.xyz এর website এ যেতে হবে।
ধাপ-২: হোমপেজে Log in করুন, আর অ্যাকাউন্ট না থাকলে Start Managing ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে হবে।
ধাপ-৩: "Cleaning & Pest Control" ক্যাটাগরি থেকে "Disinfecting & Sanitizing" অ্যাড করুন এবং আপনার অফিসের আয়তন লিখে জানান।
ধাপ-৪: কোন additional তথ্য জানানোর থাকলে তা নির্ধারিত বক্সে লিখুন।
ধাপ-৫: পছন্দের Service provider বেছে, সার্ভিসের দিন ও সময় ঠিক করুন।
ধাপ-৬: সার্ভিস সংক্রান্ত তথ্যগুলো মিলিয়ে নিয়ে Place Order বোতামটি ক্লিক করলেই, অর্ডার নিশ্চিত হয়ে যাবে।
এছাড়াও ১৬৫১৬ নম্বরে ফোন করে 'ওয়ার্কপ্লেস ডিসইনফেক্টিং এবং স্যানিটাইজিং' সার্ভিসটি পাওয়া যাবে। অথবা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট http://sBusiness.xyz থেকেও সেবাটির জন্য আবেদন করা যাবে।
এর আগে গত রোববার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্টে এই তথ্য জানানো হয়।
এছাড়াও http://campaign.sbusiness.xyz/#registration লিঙ্কে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিলে প্রতিষ্ঠানটির প্রতিনিধিই ফোন করবে সার্ভিসটি সম্পর্কে জানাতে।