ফাদার জোসেফ এস. পিশোতোর প্রয়াণ

নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের কোষাধ্যক্ষ ফাদার জোসেফ এস. পিশোতো, সিএসসি আজ বৃহস্পতিবার সকালে রামপুরায় মৃত্যবরণ করেছেন। বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয়েছে বলে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানায় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
ফাদার জোসেফ এস পিশোতো, সিএসসি,ছিলেন নটরডেম কলেজের সবচেয়ে দীর্ঘকাল দায়িত্ব পালনকারী অধ্যক্ষ। ১৯৬২ সাল থেকে নটর ডেম কলেজে অধ্যাপনায় যুক্ত ছিলেন তিনি।পরবর্তীতে প্রায় ২৫ বছর কলেজের অধ্যক্ষ ছিলেন ফাদার জোসেফ পিশোতো।
আমেরিকান নাগরিক ফাদার পিশাতো আত্মীয়স্বজন ছেড়ে জীবনের বেশিরভাগ সময়ই একা কাটিয়েছেন নটরডেম কলেজ ও বাংলাদেশে।বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এবং বিশেষ করে পদার্থবিজ্ঞানে ফাদার পিশোতোর অবদান অনস্বীকার্য।
তার নামে নটরডেম কলেজে নতুন একটি ভবনের নামকরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রামপুরাতে দুপুর ১২টায়, নটর ডেম ক্যাম্পাসে বিকাল ৩টার সময় এবং রমনা ক্যাথেড্রালে সন্ধ্যা ৬টায় ফাদার পিশাতোর মরদেহ নেয়া হবে। এছাড়াও আগামীকাল শুক্রবার, ৫ই ফেব্রুয়ারি, তেজগাঁও চার্চে সকাল ৯টায় এবং গাজীপুরের ভাদুনে দুপুর ১২টার সময় তার মরদেহ নিয়ে যাওয়া হবে।