ফ্রান্সে রেকর্ড দাবদাহে রেড অ্যালার্ট জারি

শনিবার দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি বলে জানায় ফ্রান্সের আবহাওয়া বিভাগ। সর্বশেষ ২০০৩ সালের দাবদাহে ৪৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
দাবদাহে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা। বন্ধ করে দেয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো।
দেশটিতে সর্বোচ্চ সতর্কতা ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারির পর এ নিয়ে করণীয় নির্ধারণে জরুরী বৈঠক ডাকেন দেশটির প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ।
তিনি বলেন, ফ্রান্সের দক্ষিণের চারটি অঞ্চলে সর্বোচ্চ জরুরী সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। দাবদাহ মোকাবেলায় জনগণকে সব ধরনের সহায়তা করতে আমাদের স্বাস্থ্য দপ্তর প্রস্তত রয়েছে।
তীব্র এ গরমের কারণে বয়স্ক ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, সাহারা মরুভূমি থেকে ধেয়ে আসা গরম বাতাসের কারণে এই দাবদাহের সৃষ্টি হয়েছে।