ঠোঁটের রং কালো হয়ে যাওয়ার পেছনে কারণ কী?

ঠোঁটের রং কালো হয়ে যাওয়া আমাদের অনেকের কাছেই বড় একটি সমস্যা। শরীরের ঠিক কোন কোন অবস্থার জন্য ঠোঁটের রং কালো হয়? কিভাবে এর প্রতিকার সম্ভব?
আবার অনেকেই ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে খুব সচেতন হলেও, ঠোঁটের প্রতি ততটা নজর দেন না। কিন্তু বিশেষজ্ঞদের মতে, ঠোঁটের যত্ন নেওয়া জরুরি। ঠোঁট খুবই পাতলা ও সংবেদনশীল একটি স্থান। তাই বিভিন্ন কারণে ঠোঁট খুব দ্রুত শুকিয়ে যায় এবং ঠোঁটের রং কালচে হতে শুরু করে। এই কালো হয়ে যাওয়ার পেছনে অনেক কারণ আছে। দেখে নেওয়া যাক কোন কোন কারণে ঠোঁটের স্বাভাবিক রং হারিয়ে যায়।
১. ধূমপান: ধূমপান শুধু আপনার ফুসফুসেরই ক্ষতি করে না। আপনি যদি ধূমপান করেন,তবে আপনার অধূমপায়ী বন্ধুদের চেয়ে আপনার ঠোঁট কালো হতে পারে।
২.লিপস্টিক: লিপস্টিকে এমন কিছু রাসায়নিক থাকে যা থেকে হতে পারে অ্যালার্জি। এই রাসায়নিকগুলো আপনার ঠোঁটে কালো হওয়ার জন্য দায়ী।
৩. মেন্থল বা লবঙ্গযুক্ত টুথপেস্টে অ্যালার্জি: ঠোঁটের সংস্পর্শে আসা সবকিছুই আপনার ঠোঁটের ত্বকের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আপনি যদি সিগারেটের প্রতি আসক্ত না হন বা প্রায়ই লিপস্টিক না লাগান,তাহলেও আপনার টুথপেস্টের কিছু উপাদান থেকে আপনার অ্যালার্জি হতে পারে। যেসব জিনিসে অ্যালার্জি আছে সেগুলো এড়িয়ে চলুন।
৪.ড্রাগ অ্যালার্জি: ওষুধের অ্যালার্জির প্রতিক্রিয়ার কারণেও ঠোঁট কালো হতে পারে। সেক্ষেত্রে ওই ওষুধ ব্যবহার বন্ধ করুন এবং ঠোঁট আগের চেয়ে কালো দেখালে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
৫.লাইকেন প্ল্যানাস: এটি ত্বকের এমন একটি অবস্থা যা ত্বকে ফোলা,প্রদাহ এবং জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। যদি আপনার ঠোঁট বেগুনি দেখায়, তাহলে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা ভালো।
উপরের বিষয়গুলো খেয়াল রাখার পাশাপাশি ঠোঁটের সঠিক যত্ন নিলে ঠোঁটের স্বাভাবিক রং বজায় থাকবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস