মঙ্গলেও ভূমিকম্প!

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা- নাসা মঙ্গলের ভূমিকম্প বা ‘মার্সকোয়াক’ শনাক্ত করতে গত বছর ইনসাইট(Insight) নামে একটি নভোযান পাঠায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডারবার্গ বিমানঘাঁটি থেকে নভোযানটি উৎক্ষেপণ করা হয়। ৬ এপ্রিল ২০১৯ এই নভোযানটি প্রথমবারের মত মঙ্গল গ্রহে ভূমিকম্প শনাক্ত করে। পৃথিবী ও চাঁদের বাইরে এই প্রথমবারের মত অন্য কোন গ্রহে ভূমিকম্প শনাক্ত করা গেল। তবে কম্পনটি বেশ দূর্বল ছিল, যা ১৯৬০-৭০ এর দশকে চাঁদে শনাক্ত হওয়া ভূমিকম্পের মতই ছিল।
ইনসাইটের ল্যান্ডারে থাকা ফ্রান্সে নির্মিত সিসমোমিটার System Experiment for Interior Structure(SEIS) এ ভুমিকম্প শনাক্ত করার কাজ করে। এই SEIS এর আগেও আরও তিনদিন, অর্থাৎ ১৪ মার্চ, ১০ ও ১১ এপ্রিল আরো তিনটি সম্ভাব্য ভূমিকম্প শনাক্ত করে। তবে সেগুলি ৬ এপ্রিল ঘটে যাওয়া ভূমিকম্পের চেয়েও দূর্বল ছিল।
নাসা বলেছে, ভূকম্পনের মাত্রা পরিমাপের মাধ্যমে তারা মঙ্গলের ভূগর্ভে পাথরের সজ্জা নির্ণয়ের চেষ্টা করবেন। এরপর প্রাপ্ত তথ্য পৃথিবীর একই ধরনের তথ্যের সঙ্গে তুলনা করা হবে। ৪৬০ কোটি বছর আগে পৃথিবীর জন্ম কীভাবে হয়েছিল, তা জানারও চেষ্টা করা হবে।
উল্লেখ্য, এর আগে সত্তরের দশকে ভাইকিং ল্যান্ডারে করে মঙ্গলে সিসমোটিমার পাঠিয়েছিল নাসা। কিন্তু সেই অভিযান সে সময় ব্যর্থ হয় ।