পৃথিবীর সবচেয়ে দুষ্টু বিড়াল
“আমাদের বিড়ালটির নাম পেরদিতা। আপনি যদি দুর্বল মনের মানুষ হয়ে থাকেন, তবে এই বিড়াল আপনার জন্য নয়। কেননা ও আপনার দিকে এমন মর্মভেদী দৃষ্টিতে তাকিয়ে থাকবে যে, আর কখনো হাসতে পারবেন না আপনি। খামচে দিতে বিশেষ পারদর্শী, কবরস্থান আর গির্জা তার পছন্দের জায়গা, লাফিয়ে ভয় দেখাবে আপনাকে, অন্ধকার কোণায় লুকিয়ে থাকবে, ঠিক সময়মতো লাফিয়ে পড়বে আপনার উপর। পেরদিতার সবচাইতে অপছন্দের বিষয়- গোলাপি রং, বিড়ালছানা, কুকুর, মানব শিশু, ডিজনি সিনেমা, বড়দিন। আর ভুলেও তাকে জড়িয়ে ধরে আদর করতে যাবেন না, এরচেয়ে বিরক্তিকর আর কিছুই নেই ওর কাছে।”
দুনিয়ার সেরা দুষ্টু বিড়াল পেরদিতার দত্তক নেওয়ার বিজ্ঞাপন এটি। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার মিশেল কাউন্টি অ্যানিমেল রেসকিউ সেন্টারে থাকে সে। তবে ইতোমধ্যে তাকে দত্তক নিয়েছে এক পরিবার।
গত মাসে পেরদিতাকে দত্তক দেওয়ার জন্য ফেসবুকে একটি দত্তক বিজ্ঞাপন দেয় অ্যানিমেল রেসকিউ সেন্টারটি। বিজ্ঞাপনে সরল স্বীকারোক্তি করে তারা বলে, “প্রথমে আমরা ভেবেছিলাম পেরদিতা অসুস্থ, কিন্তু পরে দেখলাম এসব ওর দুষ্টুমি, আগাগোড়া একটা ‘পাজি বিড়াল’ সে।”
মিশেল কাউন্টি রেসকিউ সেন্টারটির কার্যনির্বাহী পরিচালক আম্বার লোরি সিএনএনকে জানান, এরকম স্বচ্ছ স্বীকারোক্তি এর আগেও দুষ্টু প্রাণিদের দত্তক নিতে সহায়তা করেছে। তাই পেরদিতার ক্ষেত্রেও আমরা কোনো কিছু লুকাতে চাইনি।
আমরা ভেবেছিলাম ওর ব্যক্তিত্বকে মজার ভাষায় তুলে ধরলে মানুষ আকৃষ্ট হবে, ওর ব্যক্তিত্বের সঙ্গে মেলে এমন মানুষ ওকে বাড়ি নিয়ে যেতে চাইবে।”
শেষ পর্যন্ত তাই হয়েছে। গত সপ্তাহে একটি ফেসবুক আপডেটে তারা জানায় যে, পেরদিতাকে দত্তক নিতে তাদের কাছে ১৭৫টি আবেদন জমা পড়েছে। অবশেষে টেনেসি থেকে একটি দম্পতি এসে বেছে নিয়ে গেছে ওকে।
তবে বাড়ি নিয়ে যাওয়ার পর পেরদিতার নাম পাল্টে নোয়েল রেখেছেন এই দম্পতি। তারা জানান, “হয়তো পেরদিতা নামটাই পছন্দ নয় ওর। নামের জন্যই ও এত রেগে থাকে সারাক্ষণ। তাই নামটা পাল্টে দিয়েছি আমরা।”
পেরদিতার সবচাইতে অপছন্দের বিষয়- গোলাপি রং, বিড়ালছানা, কুকুর, মানব শিশু, ডিজনি সিনেমা, বড়দিন। আর ভুলেও তাকে জড়িয়ে ধরে আদর করা যাবে না, এরচেয়ে বিরক্তিকর আর কিছুই নেই ওর কাছে।
আশা করি, নতুন বাড়িটি এইসমস্ত ভয়াবহতা থেকে মুক্ত।