পানির মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস

প্রাণঘাতী করোনাভাইরাস পানির মাধ্যমেও ছড়াতে পারে। সম্প্রতি 'নেচার' পত্রিকায় প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। গবেষণায় জানা গেছে, ময়লা বা অন্যের ব্যবহার করা পানিতে বেশ ভালো মতো বেঁচে থাকে সার্স-কভ-২ ভাইরাস।
সুইডেন, নেদারল্যান্ডস এবং আমেরিকার মতো দেশে যেখানে প্রায় দশ লক্ষের কাছাকাছি মানুষের বাস, সেই এলাকার পানির নমুনা ফাইল করে গবেষণাটি পরিচালনা করা হয়। আর ফলাফলে জানানো হয়, প্রতিদিনের হাতমুখ ধোয়ার পর ব্যবহৃত পানি, শৌচকাজের পানিতে কোভিড-১৯ সংক্রমণের ভয় রয়েছে। প্রতিবেদনে এমন ব্যাখ্যা দেন নেদারল্যান্ডসের কেডব্লুআর ওয়াটার রিসার্চ ইন্সটিটিউটের পক্ষ থেকে এক গবেষক।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থাগুলো জানায়, করোনা ভাইরাস মূলত বাতাসবাহিত। হাঁচির সঙ্গে বের হওয়া ড্রপলেটস বাতাসে ভেসে থাকে বেশ কিছুক্ষণ এবং তারপর মাটিতে পড়ে। মাটিতে থাকা ভাইরাস জুতার সঙ্গে ঘরে ঘরে পৌঁছচ্ছে।
এমন পরিস্থিতিতে জানা গেল এই নতুন তথ্য। করোনাভাইরাস যদি পানিবাহিতও হয়, তাহলে আমাদের চিন্তা কিন্তু বেড়েই গেল।
ভারতের ইমিউনোলজি বিভাগের বিজ্ঞানী অধ্যাপক ড. শুভজিৎ বিশ্বাসও বললেন, ব্যবহার করা পানির মাধ্যমে কোভিড-১৯ সংক্রমিত হতে পারে। ঘনবসতিপূর্ণ এলাকায় গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনাও আছে। কোভিড সংক্রমিত মানুষের মল থেকেও ছড়াতে পারে এই রোগ।
তিনি আরও জানান, জ্বর-সর্দি-গলাব্যথা সঙ্গে পেটখারাপও কিন্তু একটা বড় লক্ষণ কভিড সংক্রমণের।
এমন পরিস্থিতিতে ভারতের খ্যাতনামা প্রবীণ ভাইরোলজিস্ট ডা. অমিতাভ নন্দী পরামর্শ দিলেন, নিজের সঙ্গে সঙ্গে বাড়ির আশপাশটা পরিষ্কার রাখার। ব্যবহার করা পানি জমতে দেবেন না।
কোভিড-১৯ থাকতে পারে মলদ্বারেও। তাই শৌচকর্মের সময় শুধু হাত সাবান দিয়ে ধুয়ে ছেড়ে দেবেন না। জীবাণুনাশক লিকুইড সোপ দিয়ে পরিষ্কার করুন। নাহলে জামাকাপড় বা বসার জায়গা থেকেও সংক্রমণ ঘটতে পারে।