ছবির গল্প: জলরাশি আর বরফের সারি
সারি সারি বরফ, জলচ্ছোটা, আবার একদিকে ঘন কুয়াশার চাদর- সব মিলিয়ে বদলে যাওয়া প্রকৃতিতে অতিপ্রাকৃত সৌন্দর্যের অবতারণা হয়েছে ক্ষনিকের এই বরফের রাজ্যে।
নায়াগ্রা জলপ্রপাতের মোহনীয় রূপ দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিবছর সেখানে ছুটে যান হাজার হাজার পর্যটক। তীব্র ঠান্ডায় ভিন্ন রূপে সেজেছে এ জলপ্রপাত, জলপ্রপাতের পানি জমে বরফ, আবার বরফের পাদদেশ দিয়েই গড়িয়ে পড়ছে স্বচ্ছ জলরাশি।
সারি সারি বরফ, জলচ্ছোটা, আবার একদিকে ঘন কুয়াশার চাদর- সব মিলিয়ে বদলে যাওয়া প্রকৃতিতে অতিপ্রাকৃত সৌন্দর্যের অবতারণা হয়েছে ক্ষনিকের এই বরফের রাজ্যে।

বরফের গা ঘেষে তীব্রবেগে পড়ছে জলরাশি, ছবি: রয়টার্স/ লিন্ডসে ডিডারিও

আমেরিকান প্রপাতের পাদদেশে ভাসছে বরফের চাই, ছবি: রয়টার্স/ লিন্ডসে ডিডারিও

হর্সশো প্রপাতের কিনারে দেখা মিলবে বিভিন্ন আকৃতির বরফের৷ ছবি: রয়টার্স/ লিন্ডসে ডিডারিও

জলপ্রপাত দেখতে বরফের মাঝেই ভীড় জমিয়েছেন দর্শনার্থীরা, ছবি: রয়টার্স/ লিন্ডসে ডিডারিও

তুষারাবৃত নায়াগ্রা ফলস স্টেট পার্কে পরস্পরকে হেঁটে এগিয়ে যেতে সাহায্য করছেন দর্শনার্থীরা ছবি: রয়টার্স/ লিন্ডসে ডিডারিও

বরফের পাদদেশে জলরাশি, ছবি: রয়টার্স/ লিন্ডসে ডিডারিও

হর্সশো জলপ্রপাতের চূড়ায় জমে যাওয়া বরফের পাদদেশে জলরাশি, ছবি:রয়টার্স/ লিন্ডসে ডিডারিও

রঙধনু আর বরফের অপূর্ব সমন্বয়ের মুহূর্তটি ক্যামেরাবন্দী রাখছেন পর্যটকরা, ছবি: রয়টার্স/ লিন্ডসে ডিডারিও

নরম রোদ মাখানো নায়াগ্রা জলপ্রপাত, ছবি: রয়টার্স/ লিন্ডসে ডিডারিও

বরফ, রংধনু আর জলরাশি

বরফের উপর হাঁটতে পরস্পরকে সাহায্য করছেন দুই পর্যটক, ছবি: রয়টার্স/ লিন্ডসে ডিডারিও

নায়াগ্রার স্টেট পার্কে গাছের গায়ে জমেছে বরফ, ছবি: রয়টার্স/ লিন্ডসে ডিডারিও

জলঘেরা বরফ না কি বরফঘেরা জল? ছবি: রয়টার্স/ লিন্ডসে ডিডারিও