চীন কত টাকার অস্ত্র বিক্রি করে?

সমরাস্ত্র উৎপাদনের হিসাবে রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীন। প্রতিরক্ষাখাতের ঘনিষ্ঠ পর্যবেক্ষক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউড (সিপ্রি) গত বছর ২০১৫ থেকে ২০১৭ সালের বৈশ্বিক প্রতিরক্ষাখাত সম্পর্কে এই তথ্য জানায়। এসময় চীনের শীর্ষ তিন অস্ত্র উৎপাদক প্রতিষ্ঠান দুই বছরে প্রায় চার হাজার কোটি ডলারের অস্ত্র উৎপাদন করে।
উৎপাদনে শীর্ষে হলেও এই অস্ত্রের কত শতাংশ চীন তার মিত্র বা বিদেশি ক্রেতাদের কাছে বিক্রি করে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছুু বিশেষজ্ঞ এই সংখ্যা অনুমানের চেষ্টা করছেন।
গত ডিসেম্বরে প্রকাশিত সিপ্রি প্রতিবেদনে স্থান পায় বিশ্বের শীর্ষ ১০০ অস্ত্র বিক্রেতা কোম্পানির নাম। ওই তালিকাটি করা হয় বার্ষিক বিক্রির ভিত্তিতে। সেখানে শীর্ষ পাঁচ বিক্রেতার স্থান ধরে রাখে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলো। সঠিক বাণিজ্যিক তথ্য প্রকাশ না করায় সেখানে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো শীর্ষে ছিল না।
সিপ্রির হিসাবে, চীনের শীর্ষ চার অস্ত্র উৎপাদক কোম্পানি হল- নরিনকো, এভিক, সিইটিসি এবং সিএসজিসি। এসব কোম্পানি সামগ্রিকভাবে ৫৪ দশমিক ১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। সিপ্রি জানায়, শীর্ষ ১০০ কোম্পানি তালিকায় অন্তর্ভুক্ত করা হলে সামগ্রিক বাণিজ্যের দিক থেকে এরা শীর্ষ ২০ কোম্পানির মাঝে স্থান করে নিত।
সম্প্রতি অনলাইন সাময়িকী ন্যাশনাল ইন্টারেস্টে লেখা এক বিশে¬ষণে সিপ্রির দাবির প্রতি সমর্থন জানান মার্কিন প্রতিরক্ষা সাংবাদিক মাইকেল পেক। তিনি জানান, সঠিক পরিসংখ্যান না থাকলেও অধিকাংশ পশ্চিমা বিশেষজ্ঞ মনে করেন চীনের শীর্ষ তিন অস্ত্র উৎপাদক সিপ্রি তালিকায় সেরা দশে থাকার যোগ্য।