চলার পথে পরাবাস্তববাদ
পরাবাস্তববাদের অস্তিত্ব বাস্তবতা ও স্বপ্নের মাঝামাঝি কোথাও।
পরাবাস্তববাদী কাজ দেখলে মনে হবে পৃথিবীর বাইরের কিছু, আমাদের চারপাশে এর অস্তিত্বই নেই। প্রকৃতি, অদ্ভুতুড়ে মানুষ বাঁ ফেলে দেওয়া জিনিস- সবকিছুর জন্যই সমাদর ফুটে ওঠে।
এমন একটি রহস্যময় জায়গা আছে যেখানে পৃথিবীতে এ পর্যন্ত যতো মানুষ জন্মেছে সবার পদচারণার চিহ্ন আছে, এমন বিশ্বাস বাস্তবতার সীমাবদ্ধতার অনেক উর্ব্ধে।
আমরা পরাবাস্তববাদী ব্যাপার এতো ঘনঘন দেখি যে একে আর অসাধারণ কিছু মনেই হয় না।
আমরা আমাদের স্বপ্নের জগতের সাথে পরিচিত। আমরা যখন স্বপ্নের সাথে বাস্তবাতাকে গুলিয়ে ফেলি, তার পেছনেও কারণ থাকে। নিরব নিস্তব্ধতার মধ্যেও যেমন বিরতি থাকে- ঠিক সেরকম।
ছবিতে আপনি আমার মতো করে দেখতে পারেন না, আবার আমিও আপনার মতো করে দেখতে পাইনা। আমার নিজস্ব অনুভূতি, পরাবাস্তববাদ এবং আমার ছবি ও আমার মধ্যকার সম্পর্কের মিশেল-ই হলো আমার কাজ।
রাস্তায় পরাবাস্তববাদ নিয়ে কাজ করতেই আমি বেশি স্বাচ্ছন্দ বোধ করি। এখানে কাজ করেই আমি বেশি তৃপ্তি পাই। আমার ছবির মধ্য দিয়ে পরাবাস্তববাদ তুলে আনতে পছন্দ করি আমি। দর্শকদের সঙ্গে একাত্মতা স্থাপনের এটিই সর্বোত্তম উপায় মনে হয় আমার।
নাঈম সিদ্দিকী একজন বাংলাদেশি ফটোগ্রাফার, জন্ম ১৯৯৫ সালে। স্নাতক পড়ার সময় তিনি বুঝতে পারেন তার প্রবল আগ্রহ ফটোগ্রাফি এবং ডিজাইনে। নিজস্ব আবেগের জায়গা থেকে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেন, পেশায় তিনি একজন গ্রাফিক ডিজাইনার। আরবান ফটো অ্যাওয়ার্ড, ফটো সোফিয়া, সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড, মিয়ামি স্ট্রিট ফটো ফেস্টিভ্যাল, লাইকা স্ট্রিট ফটো ফেস্টিভ্যাল, স্ট্রিট ফটো সান ফ্রান্সিসকো এবং ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ফেস্টিভ্যালের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার ছবি পুরস্কৃত হয়েছে।