গোসল না করায় স্বামীকে তালাক

ভারতের বিহারে এক নারী বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন, অভিযোগ - স্বামী তার অত্যন্ত নোংরা, দশদিনে একবার গোসল করে!
বিহারের বৈশালী জেলার সোনি দেবী। ২০ বছর বয়সের এই তরুণী তার তালাকের আবেদনে জানান, তার স্বামী মণীষ রাম একজন প্লাম্বার। পানির পাইপ আর কল ঠিক করে। ২৩ বছর বয়সী এই লোকের সঙ্গে বিয়ে হয়ে জীবনটা নষ্ট হয়ে গেছে সোনির। সে দশদিনে একবার দাড়ি কামায়, গোসল করে।
আবেদনে সোনি লেখেন, “ঠিকমতো দাঁতটাও ব্রাশ করে না সে। কোনো সামাজিক শিষ্টাচার মানে না। গায়ে বিকট দুর্গন্ধের এই লোকটির সঙ্গে আর থাকতে পারছি না আমি। আমি আর অপমান সহ্য করতে পারি না। দয়া করে আমাকে এই লোক থেকে মুক্তি দিন ... সে আমার জীবন নষ্ট করে দিয়েছে।”
“আমাদের কোন সন্তান নেই, এমনকি স্বামী-স্ত্রী হিসেবে আমাদের সম্পর্কও সৌখিন নয়। এরকম অর্থহীন জীবন যাপনের কোনো মানে হয় না।”
বিবাহ বিচ্ছেদের আবেদনে বাবা-মায়ের কাছ থেকে পাওয়া গহনা আর দামি জিনিসপত্র ফিরিয়ে নেওয়ার কথাও বলেন সোনি।
রাজ্য মহিলা কমিশনে সোনি বিচ্ছেদের আবেদন করেন। কমিশনের সদস্যরা আবেদনটি গ্রহণ করেছেন। তবে মামলাটি পারিবারিক আদালতে পাঠানোর আগে তাদের দ্বন্দ্বের সমাধানের জন্য দু'মাসের আলটিমেটাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সোনির স্বামী মনীষ রাম টাইমস অফ ইন্ডিয়াকে জানান, স্ত্রীর সঙ্গেই থাকতে চান, নিজের জীবনযাত্রা পাল্টে উন্নতি করতে চান তিনি। আর এক্ষেত্রে স্ত্রীর ভাল দিকগুলো অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন বলে প্রতিজ্ঞা করেন মণীষ।