ঐতিহ্যের কাপড়ে মোহনীয় রঙ
প্রযুক্তির এই যুগে শিল্পগুলো এখন অনেকটাই কারখানা নির্ভর। টেক্সটাইল এবং গার্মেন্ট শিল্পও এর বাইরে নয়। তবুও বাংলাদেশের বেশকিছু জায়গায় এখনো কাপড়ে রঙ করার জন্য পুরনো পদ্ধতি ব্যবহার করা হয়।
ঐতিহ্যবাহী এই পদ্ধতিতে কাপড়ে রঙ করার পর সেগুলোকে খোলা মাঠেই রোদে শুকোতে দেওয়া হয়। সূর্যের আলো যখন এই কাপড়গুলো উপর এসে পড়ে তখন অদ্ভূত সুন্দর এক দৃশ্যের তৈরি হয়। বাতাসে দোল খাওয়া এই কাপড়গুলোকে দূর থেকে দেখে মনে হয় রঙের ঢেউ।
এই গ্রামগুলোর অধিকাংশ মানুষেরই জীবন জীবিকা নির্ভর করে এই বাটিকের কাজের ওপর। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এরকম একটি গ্রাম আছে যা স্থানীয়দের কাছে বাটিক গ্রাম হিসেবেই পরিচিত। তবে শিল্পে যন্ত্রপাতির ব্যবহার বাড়ায় এসব গ্রামের বাসিন্দা বাটিক কারিগরদের চাহিদা এখন আগের তুলনায় কমে যাচ্ছে।
সম্প্রতি ঢাকার অদূরে নারায়ণগঞ্জ এবং নরসিংদী জেলার বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখেছি আমি। পাখির চোখে তোলা এসব ছবিতে এসব গ্রামের মাঠগুলো দেখলে মনে হয়, শিল্পীর তুলিতে আঁকা ছবি।