করোনাকালে ধরিত্রী দিবস

আজ ২২ এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস। ১৯৭০ সালে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন দিবসটির প্রচলন করেন। এ কারণে পরবর্তীকালে তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়।
এবারের বিশ্ব ধরিত্রী দিবসের প্রতিপাদ্য- 'ক্লাইমেট অ্যাকশন'। পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে পৃথিবীকে বাঁচিয়ে রাখাই দিবসটির লক্ষ্য।
পৃথিবীর প্রায় সব মানুষের জীবনযাপন যখন এক প্রকার থমকে আছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দাপটে, সে সময়ে এলো এবারের ধরিত্রী দিবস।
১৯৭০ সালের ঘটনা। জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাস্তায় নেমে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রায় দুই কোটি মানুষ। সেই থেকেই দিবসটির সূত্রপাত।
১৯৯০ সালে ধরিত্রী দিবসের ২০ বছর পূর্তিতে আরেকটি বড় আন্দোলনের দেখা পায় পৃথিবী। সেবার বিশ্বজুড়ে প্রায় ২০ কোটি মানুষ একযোগে দিবসটি পালন করেন। দিবসটি এখন আর্থ ডে নেটওয়ার্কের সমন্বয়ে ১৯৩টির বেশি দেশে পালিত হয়।
সাম্প্রতিক দশকগুলোতে জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলন এবং আলোচনা পৃথিবীজুড়েই চলছে। অনেক দেশ নিয়েছে অনেক কার্যকর উদ্যোগ। বিপরীতে, উদাসিনতার দায়ে কোনো কোনো প্রভাবশালী দেশ হয়েছে সমালোচিত।
বর্তমানে করোনাভাইরাসের কারণে পৃথিবীর অধিকাংশ দেশেই শিল্প-কারখানাসহ প্রায় সব ধরনের কল-কারখানা, যানবাহন বন্ধ থাকায় ইতোমধ্যেই উল্লেখযোগ্য মাত্রায় কমেছে পরিবেশ দূষণ। ফলে মানবজাতি এক বিপণ্ন সময়ের মুখোমুখি হলেও ধরিত্রী এক ধরনের হাঁফ ছেড়ে বেঁচেছে বলে মনে করছেন অনেক পরিবেশবিদ।
বিশেষজ্ঞরা মনে করেন, করোনাভাইরাস অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত মানুষের। এ পৃথিবীকে বাস-উপযোগী রাখতে সকলেরই যথাযথ ভূমিকা রাখা উচিত।