অরণ্যে মনভোলা ভালুকের নাচ
ফিনল্যান্ডের স্কুল শিক্ষক ভল্টেরি মুলকাহাইনেন । ছুটির দিনগুলোতে ঘুরে বেড়ান ফিনল্যান্ডের বনে বাদাড়ে। ছবি তুলতে পছন্দ করেন ল্যান্ডস্কেপের।
২০১৩ সালের জুন মাস। এরকমই এক ছুটির দিনে তৈগা বনের ফিনল্যান্ডের অংশে বেড়াতে গেছেন ভল্টেরি। চলতে চলতে হঠাৎ ৫০ মিটার দূরে দেখতে পেলেন একটা মা ভালুক আর ছোট্ট তিন ভালুক শাবক। সঙ্গে সঙ্গে ছবি তুলে নেন তিনি। ‘এটা যেকোনো আলোকচিত্রীর জন্য এক জাদুকরী মুহূর্ত আর এক অনন্য অভিজ্ঞতা’, বলেন ভল্টেরি।
তিনি জানান, “শাবকগুলো একেবারে মানব শিশুর মতো দুষ্টুমি করে বেড়াচ্ছিল! সারা বিকেল আর সন্ধ্যা ধরে ওদের ছবি তুললাম। এ এক আশ্চর্য ব্যাপার, কেননা ভালুকরা সাধারণত মানুষের উপস্থিতি সম্পর্কে খুব সচেতন হয়। কিন্তু ওরা যেন একেবারে আত্মভোলা হয়ে ছিল।”
সেদিন একদম ঠিক সময়ে ঠিক জায়গাটিতে ছিলেন ভল্টেরি। “আমি নিঃসন্দেহে সৌভাগ্যবান”, বলেন তিনি।
ইউরোপে বাদামী ভালুকের শীর্ষ আবাসস্থলের একটি ফিনল্যান্ড। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, ইউরোপে ভালুকদের সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হলেও অপরিমিত শিকার, কৃষিজমির জন্য বনভূমি ধ্বংসের কারণে ভালুকের পরিমাণ কমে যাচ্ছে।
এজন্য গত বছর ভালুক শিকারের কোটা ৩৫৫ ছিল। এবার সেটা কমিয়ে ৩১৩ তে নামিয়ে আনা হয়েছে।