নিউইয়র্কে বাড়ি ফেরার পথে বাংলাদেশি ছাত্রীকে দুর্বৃত্তের ধাক্কা, ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু

নিউইয়র্কের ব্রুকলিনে হান্টার কলেজের বাংলাদেশি ছাত্রী জিনাত হোসেনকে (২৪) সাবওয়ে ট্রেন লাইনে ধাক্কা মেরে ফেলে দেয় দুর্বত্তরা। ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় বুধবার আনুমানিক রাত ৯টায় এ ঘটনা ঘটে। জিনাত হোসেন কলেজ থেকে বাসায় ফেরার পথে ট্রেন স্টেশনে এই মর্মান্তিক মৃত্যু ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশের সাথে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মরদেহ হস্তান্তরের বৈঠক চলছে। নিহত কলেজছাত্রী নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হকের শ্যালিকার মেয়ে বলে জানা গেছে।
নিহত জিনাত বাবা-মাসহ নিউইয়র্কের ব্রুকলিনে এইটথ অ্যাভিনিউতে বসবাস করতেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দির জগতপুর গ্রামে। তার বাবার নাম আমির হোসেন।
জিনাত হোসেনের খালু ডা. এনামুল হক জানান, জিনাত ২০১৫ সালে বাবা-মার সাথে নিউইয়র্কে আসেন।
জিনাতের বাবা আমির হোসেনের ঢাকার ঠাটারি বাজারে ঔষধ ব্যবসা ছিল। আমির হোসেনের এক ছেলে, এক মেয়ে। ছেলে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করছেন। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে মুহ্যমান জিনাতের বাবা আমির হোসেন ও মা জেসমিন হোসেন হিরা।
পুলিশ বলছে, ট্রেন স্টেশনে ছিনতাইকারীরা জিনাতের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ছিটকে পড়ে ট্রেন লাইনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
ডা. এনামুল হক বলেন, পুলিশ বলছে ব্রুকলিনের ইউটিকা স্টেশন থেকে জিনাতের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু কেন কীভাবে জিনাত ম্যানহাটন থেকে ইউটিকা স্টেশনে গেল, তা বোঝা যাচ্ছে না।
- সূত্র: নিউ ইয়র্ক বাংলাদেশ কমিউনিটি