শুক্র-শনি খোলা থাকবে দুদক অফিস

সরকারি ছুটির দিন শুক্র-শনিবার খোলা থাকছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়।
আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সময় পার হওয়া সকল অনুসন্ধান-তদন্ত শেষ করার নির্দেশনা বাস্তবায়নের স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ওই দুই দিন দুদকের প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও ২২টি সমন্বিত জেলা কার্যালয় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য ।
দুদকের এক আদেশে বলা হয়, দুদকের সকল অনুন্ধান ও তদন্ত কর্মকর্তাদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে তাদের সকল অনুসন্ধান ও তদন্ত শেষ করে প্রতিবেদন আকারে জমা দিতে হবে কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদের কাছে ।
দুদক পরিচালক জালাল সাইফুর রহমানের সই করা ওই আদেশে বলা হয়, "দুদকের যেসব অনুসন্ধান ও তদন্তের সময় ইতোমধ্যে অতিক্রম হয়েছে তা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য দুদক চেয়ারম্যান কঠোর নির্দেশনা প্রদান করেন।
"মেয়াদত্তীর্ণ অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদন প্রন্তুত করার স্বার্থে আগামী শুক্রবার ও শনিবার অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এর আগে গত ২ জুলাই কমিশনের প্রতিটি অনুসন্ধান ও তদন্ত ১৫ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
কর্মকর্তাদের ওই নির্দেশনা দিয়ে তিনি বলেছিলেন, "এর ব্যত্যয় ঘটলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কারো গাফিলতি কিংবা দায়িত্ব পালনে শৈথিল্য কমিশন ন্যূনতম সহ্য করবে না।"
দুর্নীতি দমন কমিশন সংশোধিত বিধিমালা (২০ জুন, ২০১৯) অনুসারে ৪৫ কার্যদিবসেন মধ্যে অনুসন্ধান ও ১২০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ রয়েছে।