রাজশাহীতে প্রহরীর গলাকেটে ডাকাতির চেষ্টা

রূপালি ব্যাংকের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় নৈশ প্রহরীকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে ডাকাতরা। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নৈশ প্রহরীর নাম লিটন। তার বাড়ি মহানগরীর রামচন্দ্রপুরে। তিনি রূপালী ব্যাংকে আউটসোর্সিং কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১২ টাথেকে ১২ টা ৪০ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে বলে জানান রাজশাহী মহানগরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।
তিনি জানান, গত রাত ১২টার পর তালা ভেঙে ব্যাংকে ঢুকে ডাকাত দল। প্রথমে প্রহরী লিটনকে গলাকেটে হত্যার চেষ্টা করে তারা। এরপর অকেজো করে দেয় সিসি ক্যামেরা। পরে মেশিন দিয়ে ভল্টের দেয়াল ভাঙার চেষ্টা করলেও ব্যর্থ হয় ডাকাতরা।জ্ঞান ফেরার পর ভোর সাড়ে ৬ টার দিকে লিটন ব্যাংকের ম্যানেজারকে জানালে ম্যানেজার পুলিশকে জানান।
কোনো কিছু খোয়া যায়নি বলে জানান ব্যাংক শাখাটির ম্যানেজার। ঘটনা তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পায়ের ছাপ ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, একজন ব্যক্তি এই ডাকাতির চেষ্টা চালায়।