বান্দরবানে আবারও আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বান্দরবানে লামা উপজেলায় আলমগীর শিকদার নামে আওয়ামীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুলাই))রাত সাড়ে দশটায় লামা উপজেলার সরই ইউনিয়নের হাসনা ভিটা পাড়ায় এ ঘটনা ঘটে। তাঁর বাগানে যাওয়ার পথে একদল সশস্ত্র দল গলা কেটে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
সরই ইউপি চেয়ারম্যান ফরিদ-উল-আলম জানান, সরই ইউনিয়নে অবস্থিত নিজের বাগানবাড়ি থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন আলমগীর। পথে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত আলমগীর শিকদার লামা সরই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নে আওয়ামীলীগের যুগ্ম সাধরাণ সম্পাদক ছিলেন।
লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনাস্থল থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
এর আগে সোমবার (২২ জুলাই) সোমবার দুপুরে দলীয় সভা শেষ করে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংমং থোয়াই মারমা।