বরিশালে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গুতে এই হাসপাতালসহ বরিশাল বিভাগে ছয়জন মারা গেছেন।
মারা যাওয়া রুশা আক্তার (১০) রাজধানীর মোহাম্মদপুরে পরিবারের সাথে বসবাস করত। সে স্থানীয় ওয়াইডব্লিউসিএ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। ঈদের ছুটিতে সে ঝালকাঠির রাজাপুরে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল।
রুশার মামা জসিম উদ্দিন জানান, ঢাকায় থাকতেই রুশার ডেঙ্গু ধরা পড়ে। সেখানে চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে রাজাপুরে বেড়াতে আসে।
শুক্রবার সে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। শনিবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
হাসপাতালের পরিচালক বাকির হোসেন জানান, ডেঙ্গু আক্রান্ত রুশার বিশ্রামের প্রয়োজন ছিল। কিন্তু তা না করে ভ্রমণের কারণে সে আরও অসুস্থ হয়ে পড়ে। একদম শেষ পর্যায়ে মুমূর্ষু অবস্থায় রুশাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে উল্লেখ করেন তিনি।