প্রধানমন্ত্রীর চোখে সফল অস্ত্রোপচার, সুস্থ আছেন

যুক্তরাজ্যে সরকারি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাঁ চোখে গতকাল সোমবার (২২ জুলাই) লন্ডনের একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম লন্ডন থেকে মঙ্গলবার (২৩ জুলাই) বাসসকে এ কথা জানান।
প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছানোর পর থেকে একাধিক জরুরি ফাইলপত্রে ডিজিটালি স্বাক্ষর করছেন। লন্ডনে থেকেই প্রধানমন্ত্রী দেশের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন।
গত ১৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি দূতদের সম্মেলনে এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে লন্ডনে যান। আগামী ৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।