পাবনা-ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ
বেতন বৃদ্ধির দাবিতে পাবনা-ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন পাবনার বাস শ্রমিকরা।
রবিবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শ্রমিকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিনিয়র লাইন সম্পাদক আলাল হোসেন বলেন, মোটর মালিক সমিতি দীর্ঘদিন ধরে যাত্রীদের কাছ থেকে বর্ধিত ভাড়া আদায় করছে। কিন্তু শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি। তারা বেতন বাড়ানোর জন্য কয়েক মাস ধরে দাবি জানিয়ে আসছিলেন। মালিকরা বেতন বাড়ানোর আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না করায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, পাবনা-ঢাকা-চট্টগ্রাম রুট বন্ধ থাকলেও অন্য সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।