ঢাকা মেডিকেলে আইসিইউতে বাড়ছে ৫০টি শয্যা
ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (ইন্টেনসিভ কেয়ার ইউনিট) নতুন ৫০টি বেড সংযোজন করা হবে।
মঙ্গলবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার একটি সভায় ঢাকা মেডিকেলে আইসিইউতে শয্যা বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া ঈদের ছুটিতে সারা দেশে কমিউনিটি ক্লিনিকগুলোতে সার্বক্ষণিক সেবা চালু রাখতে প্রয়োজনীয় জনবল ও উপকরণ সরবরাহ নিশ্চিত করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।
পাশাপাশি ঈদের ছুটিতে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালের হেল্প ডেস্ক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, আইসিইউতে সিট বাড়ানোর প্রক্রিয়া চলছে। দুই-একদিনের মধ্যে এসব বেড প্রস্তুত হয়ে যাবে।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, সমীর কান্তি সরকার, পরিচালক(এমআইএস) ডা. সত্যকাম চক্রবর্তী, লাইন ডিরেক্টর (হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্ট) ডা. এমএম আকতারুজ্জামান, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এইডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং স্বাস্থ্যঅধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।