ডেঙ্গু রোধে কার্যকর ওষুধ আসবে : কাদের

ডেঙ্গু প্রতিরোধে পাশ্ববর্তী দেশ থেকে কার্যকর ওষুধ আনতে স্বাস্থ্যমন্ত্রীকে বলা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, এ বিষয়ে ঢাকা দুই মেয়রকে আরও দায়িত্বশীল হতে বলেছি।
বুধবার (২৪ জুলাই) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের হাসপাতাল গুলোতে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু মোকাবেলায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকার উত্তর ও দক্ষিন দুই সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে আমি আলোচনা করেছি।
মন্ত্রী বলেন, “আমি এ বিষয়ে দুই মেয়রের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন সচেতনতামূলক কাজ করছেন। দক্ষিণের মেয়র বলেছেন, ডেঙ্গুর ওষুধ কার্যকরী না। পরে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী ওষুধ দিবেন। প্রয়োজনে পার্শ্ববর্তী দেশ থেকে ওষুধ আনতে বলা হয়েছে।”
এছাড়া ছেলেধরা গুজবে গণপিটুনির বিষয়ে মন্ত্রী বলেন, গুজব বন্ধে এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয় কাজ শুরু করছে। গুজব ছড়িয়ে যারা গণপিটুনির মতো ঘটনা ঘটিয়ে মানুষ হত্যা যারা করছে তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হচ্ছে।
অন্যদিকে দলীয়ভাবে নিজ নিজ এলাকায় গুজব প্রতিরোধে সভা সমাবেশ করতে জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে, গুজবে কান না দিতে, আইন নিজের হাতে তুলে না দিতে এবং অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।
মন্ত্রী আরও বলেন, গুজব ছড়িয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া অপর্কম। এ কাজ যারা করবে কেউ রেহাই পাবেনা। সম্প্রতি গুজব ছড়ানোর পেছনে কোন ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।