ডেঙ্গু পরীক্ষার উপকরণে শুল্ক-কর প্রত্যাহার
সারা দেশে ব্যাপকভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় এই রোগের পরীক্ষায় উপকরণের সংকট দেখা দেয়ায় উপকরণের আমদানির ওপর শুল্ক-কর প্রত্যাহার করেছে সরকার।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে একটি প্রজ্ঞাপণ জারি করে বলেছে, কর ছাড়ের এই সুবিধা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, “ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে ডেঙ্গু টেস্টের কিট, রিএজেন্ট এবং রক্তের প্লেটলেট প্লাজমা পরীক্ষার কিটের উপর আরোপনীয় সমুদয় আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রীম আয়কর অব্যাহতি প্রদান করেছে। উক্ত সুবিধা আগামী ৩১ শে অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।”
এতে আরও বলা হয়, এসব উপকরণ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত পরিমাণে আমদানি করা যাবে এবং আমদানিকৃত পণ্য মানসম্মত কি না, তাও ঔষধ প্রশাসন অধিদপ্তর তদারক করবে।
আজ সোমবার (৫ আগস্ট) থেকে এই নির্দেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।