টোকিও’র কাছে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি
টোকিও’র কাছের একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। চার বছরের মধ্যে এই প্রথমবারের মতো সেখান থেকে অগ্ন্যুৎপাত শুরু হলো। এতে আকাশের প্রায় দুই কিলোমিটার উচ্চতায় ছাইভস্ম ও ধোয়া ছড়িয়ে পড়েছে। পর্বতটির কাছে না যেতে সতর্কতা জারি করা হয়েছে। খবর এএফপি’র।
জাপানের রাজধানীর প্রায় ১৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত মাউন্ট আসামা থেকে বুধবার (৭ আগস্ট) রাতে অগ্ন্যুৎপাত শুরু হলে জাতীয় আবহাওয়া সংস্থা তাদের তিন নম্বর সতর্ক সংকেত জারি করে। এ ধরনের সংকেত জারির অর্থ হচ্ছে আগ্নেয়গিরির জ্বালামুখ এড়িয়ে চলা এবং নিরাপদ দূরত্বে থাকা।
আবহাওয়া সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে যে আগ্নেয়গিরির জ্বালামুখের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ছোট আকারের পাথর উৎক্ষিপ্ত হতে এবং গরম গ্যাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে পার্শ্ববর্তী বিভিন্ন শহরের ক্ষতি হতে পারে বলেও তারা জানায়।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সংস্থার এক কর্মকর্তা এএফপি’কে বলেন, বাতাসের সাথে বর্তমানে গ্যাস ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত তা ‘স্বাভাবিক’ পর্যায়ে রয়েছে।
তিনি আরো বলেন, এতে এখন পর্যন্ত ‘আমরা লোকজনকে সরিয়ে নেয়ার কার্যক্রম দেখছি না।’
২০১৫ সালের জুনে মাউন্ট আসামা থেকে সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়েছিল।