গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলমারি ও বাগুড়িয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিস্তৃত এলাকা প্লাবিত হয়েছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
সোমবার(১৫ জুলাই) সকালে ঐ এলাকায় বিপদসীমার ১০৯ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হান্নান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বাগুড়িয়াতে বাঁধের ভাঙন নিয়ন্ত্রণে আনা গেলেও কাতলমারির বাঁধের ভাঙন ঠেকানো সম্ভব হয়নি।
কাতলমারি এলাকায় লোকজন উঁচু রাস্তা ও বাঁধের উপর আশ্রয় নিয়েছে।
এছাড়াও সারাদেশের বন্যা পরিস্থিতির সার্বিক অবনতি হয়েছে। ভারী বর্ষণ ও উজানের ঢল বিরাজমান থাকায় সারাদেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। পদ্মা-যমুনাসহ অধিকাংশ নদীর পানি বাড়ছে।
পানি উন্নয়ন বোর্ডের ৯৩টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৭৩ টি পয়েন্টে পানি বাড়ছে, এর মধ্যে ২৫টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে।এসব নদীর পানি প্রতিদিন তিন থেকে চার ইঞ্চি বাড়ছে।