এ সপ্তাহের ইজেল: ‘এই মুখ ও মুখোশের দিন’
মাস্ককে ঘিরেই এ সপ্তাহের ইজেলের আয়োজন। আছে অন্যান্য লেখাও।
মহামারির সময়ে আমাদের নিত্য ব্যবহার্য সামগ্রী হয়ে উঠেছে মাস্ক। অন্যান্য সময়েও মাস্ক পরার বিবিধ উপকার পাওয়া গেলেও, মহামারির সময় এটি জীবন বাঁচানোর কাজ করে। মূলত, মাস্ককে ঘিরেই এ সপ্তাহের ইজেলের আয়োজন। আছে অন্যান্য লেখাও।
চলুন, এক নজরে দেখে নিই কী কী রয়েছে এ সপ্তাহের আয়োজনে: