এ সপ্তাহের ইজেল: 'ট্যাগোর @ ইয়াহু.কম : চিঠির অতীত ও ভবিষ্যৎ'
বৈচিত্র্যপূর্ণ লেখায় সাজানো হয়েছে এবারের 'ইজেল'।

বৈচিত্র্যপূর্ণ লেখায় সাজানো হয়েছে এবারের 'ইজেল'।
চলুন, এক নজরে দেখে নিই কী কী রয়েছে এ আয়োজনে:
- ট্যাগোর @ ইয়াহু.কম : চিঠির অতীত ও ভবিষ্যৎ
- সেই কালের চিঠি
- জীবনানন্দের চিঠি তাঁর আত্মজীবনীর খসড়া
- ভালোবাসায় মাখা চিঠির সেই নীল খাম?
- রোদের ঘ্রাণ আর বাতাসের রঙ