আজ দুপুরে পাড়ি দিচ্ছে চন্দ্রযান ২
আজ দুপুরেই চাঁদের দেশে পাড়ি দেবে ভারত। আজ সোমবার (২২ জুলাই) দুপুর ২টা ৪৩ মিনিট নাগাদ চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করবে চন্দ্রযান -২। জিএসএলভি মার্ক থ্রি রকেটে চেপে চাঁদে যাচ্ছে চন্দ্রযান ২।
চন্দ্রাভিযান ঘিরে রীতিমতো সাজো সাজো রব শ্রীহরিকোটায়। চাঁদ সফর ঘিরে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা দেশ।
গত সোমবার (১৫ জুলাই) স্থানীয় সময় ভোররাত ২টা ৫১ মিনিটে অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ স্টেশন থেকে চন্দ্রযান-২-এর উৎক্ষেপণের কথা ছিল।
কিন্তু রকেট ওড়ার ৫৬ মিনিট আগে প্রযুক্তিগত ত্রুটির জেরে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় চন্দ্রযান ২ -এর অভিযান। ইসরো জানায়, জিএসএলভি মার্ক থ্রি রকেটে জ্বালানি ভরার সময় গোলযোগ দেখা যায়।
মাত্র এক সপ্তাহের মধ্যেই সেই ত্রুটি সারিয়ে আজ চাঁদে পা রাখতে চলেছে চন্দ্রযান।
চন্দ্রাভিযানে গোটা দেশের মতো প্রতীক্ষার প্রহর গুনছে পশ্চিমবঙ্গ। চন্দ্রাভিযানে রয়েছেন পশ্চিমবঙ্গের হুগলির গুড়াপের বাসিন্দা চন্দ্রকান্ত কুমার। বাঙালি বিজ্ঞানীর বাড়িতে সকাল থেকেই উৎসাহের ছবি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
চন্দ্রযান- ২ প্রকল্পের ডেপুটি ডিরেক্টর চন্দ্রকান্ত কুমার। তিনি স্যাটেলাইট সিস্টেমের ইনচার্জও যা চাঁদের রোভার এবং পৃথিবীতে মিশন নিয়ন্ত্রণের মধ্যে একটি যোগাযোগ নিশ্চিত করার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে চন্দ্রযান-১ অভিযানেও একটি অ্যান্টেনা বানিয়েছিলেন চন্দ্রকান্ত।
চাঁদের দক্ষিণ মেরুতে পাড়ি দেবে চন্দ্রযান ২। এর আগে কোনও দেশ ওই জায়গায় যায়নি। চন্দ্রযান ২-তে তিনটি ভাগ রয়েছে। এই তিনটি ভাগ হল অরবিটর, ল্যান্ডার ও রোভার। চাঁদের কক্ষপথে ঘুরতে সাহায্য করবে অরবিটর। চাঁদের মাটিতে নামাবে ল্যান্ডার। চাঁদে তথ্য সংগ্রহ করার কাজ করবে রোভার। জিএসএলভি মার্ক থ্রি রকেটে চেপে চাঁদে যাচ্ছে চন্দ্রযান ২।
ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে, জিএসএলভি মার্ক থ্রি রকেটের মহড়া করা হয় রবিবার, যা সফল হয়েছে। মহড়া সফলের পরই চাঁদে পাড়ির প্রক্রিয়া শুরু হয়ে যায়। আজ দুপুরেই চাঁদের দেশে পাড়ি দিচ্ছে চন্দ্রযান ২। শ্রী হরিকোটায় চলছে কাউন্টডাউন। এই রকেটের ওজন ৬৪০ টন, উচ্চতা ৪৪ মিটার, যা ১৫ তলা বাড়ির সমান।
ইসরো জানায়, তাদের দ্বিতীয় এই চন্দ্রযানের জন্য খরচ হয়েছে অন্য যানের চেয়ে কম। ‘অ্যাভেঞ্জারস এন্ড গেম’ মুভির থেকেও কম হয়েছে এর খরচ। কারণ ছবিটি তৈরি হয়েছে প্রায় ৩৫ কোটি ডলারে। সেখানে দ্বিতীয় চন্দ্রযানের বাজেট মাত্র ১৪ কোটি ডলার।
২০০৮ সালে ভারত প্রথম চাঁদের উদ্দেশ্যে মহাকাশযান পাঠিয়েছিল। তখন চাঁদের কক্ষপথে গিয়েছিল চন্দ্রযান-১। সেবার পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহে থাকা হাইড্রক্সিল আয়নের খোঁজ পেয়েছিল এটি। কিন্তু এবারের অভিযানের উদ্দেশ্য ছিল, চন্দ্রপৃষ্ঠের বালিকণায় থাকা খনিজ ও মৌল পদার্থ সম্বন্ধে জানা।
এ অভিযান সফল হলে ভারত হবে চন্দ্রজয়ী চতুর্থ দেশ। এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন এ তালিকায় নিজেদের নাম লিখিয়েছে।
প্রসঙ্গত গত ২০ জুলাই অ্যাপোলো- ১১ ‘র বুকে চড়ে চাঁদে মানুষের প্রথম অভিযানের ৫০ বছর পালন করেছে পুরো বিশ্ব।