৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদসংখ্যা ১৭১০
বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জনকে নিয়োগের জন্য ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ৩০ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১০ টায় অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ৩১ জানুয়ারি ২০২২ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত।
৪৪তম বিসিএসে সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে ৭৭৬ জনকে নিয়োগ দেয়া হবে। প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জনসহ সাধারণ ক্যাডারে ৪৪৯ জন এবং প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জনকে নিয়োগ দেয়া হবে।
যোগ্য প্রার্থীরা bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আগামী বছরের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রিলিমিনারি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে ৩৫ নম্বর, ইংরেজি ভাষা ও সাহিত্য অংশে ৩৫ নম্বর, বাংলাদেশ বিষয়াবলী ৩০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলী ২০ নম্বর, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ১০ নম্বর, সাধারণ বিজ্ঞান ১৫ নম্বর, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫ নম্বর, গাণিতিক যুক্তি ১৫ নম্বর, মানসিক দক্ষতা ১৫ নম্বর, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ১০ নম্বরের প্রশ্ন আসবে।