চাকরির সুযোগ দিচ্ছে এসিআই
বিভিন্ন পদে চাকরির সুযোগ দিচ্ছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)।
টেরিটরি সেলস সুপারভাইজার/ এরিয়া সেলস ম্যানেজার পদে শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রিসহ দুই বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। তবে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে। বয়স হতে হবে ২৪ থেকে ৪০ বছরের মধ্যে। আগ্রহীরা ১৫ অক্টোবরের মধ্যে এই লিংকে আবেদন করতে পারবেন।
ট্রেইনি অডিট গ্র্যাজুয়েট পদে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। প্রার্থীকে অবশ্যই ফ্রেশার এবং ইন্টার্নাল অডিটর হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহী হতে হবে। বিডিজবসের মাধ্যমে আবেদন করা যাবে ১০ অক্টোবর পর্যন্ত।
জোনাল সেলস ম্যানেজার (ইলেকট্রিক্যাল ডিভিশন) পদে যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী এবং ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্নরা আবেদন করতে পারবেন। আগামী ৮ অক্টোবর পর্যন্ত এই লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।