দুর্যোগের মুখে জরুরি অবতরণ করলো নেইমারের বিমান
বোনের সঙ্গে মায়ামিতে ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার। সেখান থেকে ব্রাজিলে ফেরার সময়ই মাঝ আকাশেই বিভীষিকার মুখোমুখি পিএসজি সুপারস্টার নেইমার! খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে মঙ্গলবার জরুরি অবতরণে বাধ্য হয়েছে নেইমারের বিমান।
গেল সোমবারই দুর্ঘটনার কবলে পড়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি বহুমূল্য গাড়ি। তার একদিন পরেই বিপদে পড়ল নেইমারের ব্যক্তিগত বিমান। তবে দুটি ঘটনার মধ্যে পার্থক্য হলো- স্পেনের রাস্তায় যখন রোনালদোর গড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন গাড়ির চালক, তখন পর্তুগিজ তারকা গাড়িতে ছিলেন না। কিন্তু গতকাল বিমানের মধ্যে স্বয়ং নেইমারই ছিলেন।
গত সপ্তাহে মায়ামির সমুদ্রসৈকতে বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি এবং বোন রাফায়েলার সঙ্গে দেখা গিয়েছিল নেইমারকে। সেখান থেকে ব্রাজিলে ফেরার সময়ই বাধে বিপত্তি। বার্বাডোজ থেকে বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে এটি। প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়, ফলে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। উত্তর-পূর্ব ব্রাজিলের একটি ছোট বিমানবন্দরে জরুরি অবতরণ করে নেইমারের বিমান। সেই সময়ে বিমানে যাত্রী ছিলেন নেইমার এবং তার বোন রাফায়েলা।
নেইমারের ব্যক্তিগত এই বিমানটি ঘণ্টায় সর্বোচ্চ ৫৩১ কিলোমিটার গতিতে উড়তে পারে। একটানা ২,৯০০ নটিক্যাল মাইল ওড়ার সক্ষমতা রয়েছে এটির। তবে খারাপ আবহাওয়ার মধ্যে বিমান চালানোর ঝুঁকি নেননি পাইলট। তবে শেষ পর্যন্ত নিরাপদেই অবতরণ করেছে পিএসজি তারকার বিমান। নেইমার এবং তার বোন সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানা গেছে।
বিমান ছাড়ার আগে বোন রাফায়েলাকে পাশে নিয়ে একটি ছবি তুলেছিলেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যেম সেই ছবি পোস্ট করেন তিনি। শুধু তাই নয়, ভক্তদেরকে এক ভিডিও বার্তার মাধ্যমে আশ্বস্তও করেছেন নেইমার।
সূত্র: মার্কা