ওয়েস্ট ইন্ডিজে টেস্টে নেই তাসকিন-শরিফুল, বিবেচনায় মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের টেস্ট খেলার প্রতি আগ্রহ না থাকলেও তাকে ফেরানো নিয়ে আলোচনার শেষ নেই। বাঁহাতি এই পেসার কেন টেস্টে নেই? গত কিছু দিনে বিসিবি কর্তা বা কোচিং স্টাফদের পেলেই সংবাদমাধ্যমের একটা অংশ প্রশ্নটা ছুঁড়ে দিচ্ছে। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের চোটের কারণে আবারও আলোচনায় মুস্তাফিজের টেস্ট খেলার প্রসঙ্গ।
এবার তার খেলার সম্ভাবনা বেড়েছে, তাকে ফেরানোর চিন্তায় দল। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে তাসকিন ও শরিফুল ইসলামকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তাই মুস্তাফিজকে টেস্টে ফেরানোর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ইতোমধ্যে তার সঙ্গে কথাও বলেছেন মিনহাজুল আবেদীন।
কাঁধের চোটের চিকিৎসা করাতে লন্ডন গিয়েছিলেন তাসকিন। অস্ত্রোপচার করানোর কথা ছিল তার। কিন্তু চিকিৎসক আপাতত অস্ত্রোপচার না করানোর পরামর্শ দিয়েছেন। ইনজেকশন ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন ডানহাতি এই পেসার। মাঠে ফিরতে পাঁচ-ছয় সপ্তাহ লেগে যাবে। টেস্টে তার খেলার সম্ভাবনা একেবারেই কম। এমনকি ওয়ানডে সিরিজে খেলা নিয়েও শঙ্কা আছে।
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ব্যাটিংয়ের সময় ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পেয়েছেন শরিফুল, এক্সরেতে চিড় ধরা পড়েছে। তাকেও চার-পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তরুণ এই পেসারকেও তাই টেস্টে পাওয়া যাচ্ছে না। তার ওয়ানডে সিরিজে খেলা নিয়েও আছে যদি, কিন্তু। তাড়াহুড়ো না করে তাসকিন ও শরিফুলকে ওয়ানেডে সিরিজে পাওয়ার আশায় বাংলাদেশ।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাসকিন ও শরিফুলকে নিয়ে মিনহাজুল আবেদীন বলেন, 'আমাদের কাছে যতটুকু তথ্য আছে, তাসকিনকে হয়তো টেস্ট পাচ্ছি না। সাদা বলের সিরিজে হয়তো পেতে পারি। তারপরও ২১ তারিখ মেডিকেল বিভাগ থেকে ফিজিওর রিপোর্ট পাবো। তখন আপডেট দিতে পারব। শরিফুলকে টেস্টে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, ওকে আমরা হয়তো সাদা বলে পেতে পারি। তারপরও পুরোপুরি আপডেট আগামী সপ্তাহে দিতে পারব।'
তাসকিন-শরিফুল না থাকা মানে পেস আক্রমণে পিছিয়ে পড়া। পেস বিভাগকে শক্তিশালী করতে মুস্তাফিজের কথা ভাবা হচ্ছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের বিবেচনায় নেই তিনি। প্রধান নির্বাচক বলেন, 'এখন তো আমরা একটা দল ঘোষণা করেছি। মুস্তাফিজ এখন ২০ ওভারের ক্রিকেট নিয়ে ব্যস্ত। এখন যারা আছে পেস বোলার, টিম ম্যানেজম্যান্টের আন্ডারে কাজ করবে। আমার যথেষ্ট আস্থা আছে তাদের ওপর। আশা করছি ঢাকা টেস্টে ওরাই খেলবে।'
ওয়েস্ট ইন্ডিজ সফরে মুস্তাফিজকে টেস্ট খেলানোর প্রসঙ্গে মিনহাজুল আবেদীন বলেন, 'মুস্তাফিজের সঙ্গে আমার কথা হয়েছে, আগামী সিরিজ নিয়ে। নির্বাচক প্যানেল থেকে যেভাবে আলোচনা হয়, সেভাবে কথা হয়েছে। ঢাকায় গিয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল রেডি করবো। তখন এসব বিষয় নিয়ে আলোচনা করব।'
কেবল ওয়েস্ট ইন্ডিজ সফরেই নয়, দলের প্রয়োজনে যেকোনো সিরিজে মুস্তাফিজকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। যেকোনো টেস্ট সিরিজে তাকে পাওয়ার আশা করেন কিনা? এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচক বলেন, 'অবশ্যই। কোনো খেলোয়াড় যখন সেরা ফর্মে থাকে, তখন তাকে অবশ্যই দরকার হয়। যদি আমাদের ওকে দরকার হয়, অবশ্যই দলে নেওয়া হবে।'
দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ১৬ জুন।