টি-টোয়েন্টি অবসর নিয়ে ভাবনার কথা জানালেন মুশফিক

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তামিম ইকবাল। দলের বিশেষ প্রয়োজন না হলে এই ফরম্যাটে আর তার ফেরার ইচ্ছা নেই। আরেক সিনিয়র মুশফিকুর রহিম কী ভাবছেন। টি-টোয়েন্টি থেকে অবসরের প্রশ্নে, মুশফিক জানিয়ে দিলেন আপাতত এ নিয়ে তার কোনো ভাবনা নেই। নিজেরে সেরাটা দিয়ে খেলে যেতে চান তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১০৪ রানের ইনিংস খেলেছেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করার আগে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এ ছাড়া আরও কিছু রেকর্ডে নিজের নাম তুলেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে খোলা মনে অনেক কিছু নিয়েই কথা বললেন তিনি।
তামিম নিজের ভাবনা জানিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টি নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে মুশফিক বলেন, 'না, আমার আপাতত এমন কোনো ভাবনা নেই। আমার ইচ্ছা বাংলাদেশের হয়ে যতোগুলো ম্যাচ খেলার সুযোগ আমার কাছে আসবে এবং যারা যেভাবে চাইবে, আমি চেষ্টা করে যাব আমার ফিটনেস ও পারফরম্যান্স দিয়ে সেটা করে দেখানোর।'
মুশফিকের টি-টোয়েন্টি অবসরের প্রসঙ্গটি মূলত সামনে এসেছে কিছুদিন আগে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের করা মন্তব্যের কারণে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে গত ৮ মে চট্টগ্রামে আসে বাংলাদেশ দল। সেদিনই ঢাকার সোনারগাঁও হোটেলে কোচিং স্টাফ ও টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে বৈঠক করেন নাজমুল হাসান। বৈঠক শেষে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের ব্যাপারে নিজের ভাবনার কথা জানান তিনি।
সেখানে মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট অবসর ও তামিম ইকবালের টি-টোয়েন্টি থেকে দূরে থাকা নিয়ে কথা বলেন নাজমুল হাসান। এ ছাড়া মুশফিকুর রহিমের ভাবনা জানার ব্যাপারটিও উল্লেখ করেন তিনি। বিসিবি সভাপতি বলেছিলেন, 'ইতোমধ্যে তো রিয়াদ টেস্ট থেকে সরে এসেছে, তামিম টি-টোয়েন্টি খেলছে না। মুশফিক এখনও খেলছে, তবে ওর চিন্তা-ভাবনাও জানা যাবে।'
ফরম্যাট বাছাই করে খেলার প্রসঙ্গে সেদিন বিসিবি সভপতি জানান, ক্রিকেটাররা এভাবে খেলতেই পারেন। তবে ফরম্যাট বাছাইয়ের ব্যাপারটি যেন আগেভাগেই জানিয়ে দেওয়া হয়। না হলে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে নেবে বলে জানান তিনি। নাজমুল হাসান বলেছিলেন, 'আমাদের এই প্লেয়ারগুলোকে আমরা চাই না, তারা মন খারাপ করে যাক। আমরা চাই তারা হাসিমুখে যাক।'
'নিজেরা সিদ্ধান্ত নিক। তবে যতো তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে, ততোই ভালো। কিন্তু একটা সময় তো আসবে যদি সিদ্ধান্ত না নেয়, তখন কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেটাই হবে।' যোগ করেন বিসিবি সভাপতি।