‘চায়নাম্যান’ সাকিবেও মুগ্ধ ম্যাথুস
সাকিব আল হাসান; বাংলাদেশ দলের প্রাণ ভোমরা। তার পরিচয় অলরাউন্ডার, বিশ্বসেরাদের একজন। বাঁহাতে ব্যাটিং করেন, বোলিংটাও বাঁহাতে। যাদের বলা হয় অর্থোডক্স স্পিনার বা সোজা ভাষায় বাঁহাতি স্পিনার। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিব চমক দেখালেন ভিন্ন ধরনের বোলিং করে। এদিন তিনি করলেন রিস্ট স্পিন, যেন কিছু সময়ের জন্য সাকিব হয়ে গেলেন চায়নাম্যান বোলার।
বাঁহাতি স্পিনার হয়েও নিখুঁত রিস্ট স্পিন করায় সাকিবে মুগ্ধ শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ১৯৯ রানের ইনিংস খেলা ডানহাতি এই ব্যাটসম্যান মনে করেন, সাকিব এতটাই অভিজ্ঞ, যেকোনো ধরনের বল করলেও জায়গা মতো ল্যান্ড করাতে পারেন।
দ্বিতীয় দিনের খেলা শেষে সাকিবের রিস্ট স্পিন করা নিয়ে ম্যাথুস বলেন, 'আমরা সবাই জানি সাকিব অনেক অভিজ্ঞ ক্রিকেটার। সে যে বলই করুক না কেন, ঠিক জায়গায় ফেলে। এটা সম্ভবত প্রথম ছিল যে সে দুটি চায়নাম্যান ডেলিভারি করেছে। তার এটাও নিখুঁত ছিল। অভিজ্ঞতার মিশেলে সে নতুন কিছু সামনে নিয়ে আসছে। সে অসাধারণ বোলিং করেছে।'
অবশ্য এবারই প্রথম নয়, গত নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে রিস্ট স্পিন করেছেন সাকিব। এ ছাড়া অনুশীলনেও রিস্ট স্পিন নিয়ে কাজ করতে দেখা গেছে তাকে। ব্যাপারটি তাই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য অবাক করার মতো কিছ নয়। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া নাঈম হাসান বললেন, 'অবাক হইনি, সাকিব ভাই চেষ্টা করছিলেন। সাকিব ভাই আগে থেকেই বলছিলেন এটা নিয়ে।'
সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ম্যাথুস নিজের ইনিংস নিয়েও সন্তুষ্ট। মাত্র ১ রানের জন্য দ্বিতীয় টেস্ট ডাবল সেঞ্চুরি মিস হলেও আক্ষেপ নেই তার। ম্যাথুস বলেন, 'আরেকটি রান পেলে নিশ্চিতভাবেই অনেক ভালো লাগতো। কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে যা দেবে, সেটাই আপনাকে নিতে হবে। আমি কৃতজ্ঞ যে ভালো ক্রিকেট খেলতে পেরেছি। আশা করি ম্যাচটা জিততে এই ইনিংস ভূমিকা রাখবে।'