মুস্তাফিজের টেস্ট খেলা নিয়ে আন্দ্রে রাসেলের উদাহরণ দিলেন ডোনাল্ড

মুস্তাফিজুর রহমান কেন টেস্টে নেই? হঠাৎ করে প্রশ্নটা যেন খুব গুরুত্ববহ হয়ে উঠেছে। বিসিবি কর্তা বা কোচিং স্টাফদের পেলেই সংবাদমাধ্যমের একটা অংশ প্রশ্নটা ছুঁড়ে দিচ্ছে। যে যার মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। কেউ বলছেন এটা স্বাভাবিক, আবার কেউ মুস্তাফিজের টেস্ট না খেলা নিয়ে রীতিমতো বিরক্ত। তবে বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানালেন, এটা ক্রিকেটারের ব্যক্তিগত ব্যাপার।
দক্ষিণ আফ্রিকার এই কোচের মতে, টেস্ট খেলা না খেলার ব্যাপারটি নিয়ে বড়জোর মুস্তাফিজের সঙ্গে আলোচনা করা যেতে পারে। কিন্তু এটা নিয়ে জোরাজুরির কিছু নেই। বিষয়টি বোঝাতে গিয়ে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের ক্যারিয়ারের শুরুর দিকে কথা উল্লেখ করেন ডোনাল্ড। নাইটসের (দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল) হয়ে ১৫০ কি.মি বেগে বোলিং আর ১১০ মিটারের ছক্কা মারা দেখে রাসেলকে বিশ্বের সেরা ক্রিকেটার মনে হয়েছিল ডোনাল্টের কাছে। কিন্তু টেস্টের জন্য প্রস্তুত ছিলেন না বলে ক্রিকেটের দীর্ঘতম এই ফরম্যাটে মাত্র একটি ম্যাচ খেলা হয়েছে রাসেলের।
বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে মুস্তাফিজকে দলে চান কিনা? এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড বলেন, 'এটা সব সময়ই কঠিন এক প্রশ্ন হয়ে থাকবে। ক্রিকেটাররা কেউ এই পথ বেছে নেয়, কেউ অন্য পথ। ইংল্যান্ডের নতুন ক্রিকেট পরিচালকের (রব কি) কথা পড়েছি আমি যে, ছেলেরা এক সময় ১২ মাসজুড়ে প্রস্তুত থাকত, এখন থাকে ৯ মাস। চূড়ান্ত তাই কোনটিকে ধরে নেবেন?'
ফরম্যাট বাছাই করাটা ক্রিকেটারদের একান্ত ব্যক্তিগত ব্যাপার জানিয়ে প্রোটিয়া এই কোচ বলেন, 'এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার। আমরা এটা নিয়ে মুস্তাফিজের সঙ্গে বসে কথা বলতে পারি। তবে এটা ব্যক্তিগত ব্যাপার, একান্তই ব্যক্তিগত। বিশ্বজুড়ে অনেক ক্রিকেটারই এ রকম করেছে। আন্দ্রে রাসেলের কথা তো জানেনই, গ্রেট আন্দ্রে রাসেল, সেও তো বেছে নিয়েছে।'
'তাকে যখন আমি প্রথম দেখি নাইটসে (দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল), তখন সে ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে, ব্যাট হাতে ১১০ মিটার লম্বা ছক্কা মারে। আমার মনে হয়েছিল, দুনিয়ার সেরা ক্রিকেটার সে। কিন্তু তার শরীর টেস্ট ক্রিকেটের জন্য তৈরি ছিল না এবং সে সংক্ষিপ্ত সংস্করণই বেছে নিয়েছে। আমাকে কিছু বলতে বললে আমি বলব, এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার এবং আমি এটা নিয়ে নাড়াচাড়া করতে চাই না।' যোগ করেন তিনি।
মুস্তাফিজ টেস্ট খেলার ব্যাপারে তেমন আগ্রহী নন। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্যারিয়ার বড় করতে টেস্ট থেকে নিজেকে দূরে রাখতে চান বাঁহাতি এই পেসার। কিছুদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথাও বলেছেন তিনি। যে কারণে টেস্টের চুক্তিতে স্বাক্ষর করেননি মুস্তাফিজ। ডোনাল্ডও যেন বলতে চাইলেন মুস্তাফিজকে কেবল সাদা বলেই খেলানো হোক, 'আগে বলে রাখি, আমি ফিজের বিরাট ভক্ত। আমার মতে সে সাদা বলের দুর্দান্ত বোলার।'