ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে না শ্রীলঙ্কা

ঋণের বোঝায় বিধ্বস্ত অবস্থা, শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা এখন স্থবির। গত শনিবার দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। এমন কঠিন সময়ে অনেক সিদ্ধান্তেই পরিবর্তন আনতে হচ্ছে শ্রীলঙ্কাকে। এই যেমন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও সিরিজটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
আগামী জুলাই-আগস্টে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা শ্রীলঙ্কার। কিন্তু ওয়ানডে সিরিজটি খেলবে না লঙ্কানরা। আর্থিক দিক বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।
আর্থিক ঘাটতি পোষাতে এক সপ্তাহ আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু করতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট। তাই ওয়ানডে সিরিজ না খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনুরোধ করে শ্রীলঙ্কা। তাদের অনুরোধে সাড়া দিয়ে বিষয়টি মেনে নিয়েছে পাকিস্তান।
এ বিষয়ে পিসিবির মিডিয়া ডিরেক্টর সামি-উল-হাসান বলেছেন, 'আর্থিক ঘাটতি পোষাতে এক সপ্তাহ আগে এলপিএল শুরু করতে চায় শ্রীলঙ্কা। এ কারণে ওয়ানডে সিরিজ বাতিলের প্রস্তাব দিয়েছিলো তারা। আমরা তাদের প্রস্তাব গ্রহণ করেছি।'
ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ না হওয়ায় আপত্তি তোলেনি পাকিস্তান। সামি-উল-হাসান আরও বলেন, 'যেহেতু সিরিজটি সুপার লিগের অংশ নয়, তাই আমরা কোনো আপত্তি করিনি। সিরিজের সূচি চূড়ান্ত করার ব্যাপারটি আলোচনায় আছে, দ্রুতই তা প্রকাশ করা হবে।'
যদিও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফরের ওপর নির্ভর করছে শ্রীলঙ্কার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যত। অজিরা শ্রীলঙ্কা সফরে না গেলে আগস্ট-সেপ্টেম্বরে লঙ্কানদের মাটিতে অনুষ্ঠেয় এশিয়া কাপ হুমকির মুখে পড়বে। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সফরের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত জানাবে অস্ট্রেলিয়া।
চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। প্রতিদিন ১২ ঘণ্টার বেশি সময় লোডশেডিং হচ্ছে দেশটিতে। যে কারণে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করা কঠিন হয়ে পড়েছে। যদিও এর মাঝেই পূর্ণ নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা। এই সফরে মুমিনুলদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে তারা।