শ্রীলঙ্কা এখন ঢাকায়, সন্ধ্যায় চট্টগ্রাম যাবে বাংলাদেশ

দেশের অবস্থা ভালো না, ঋণের বোঝায় জর্জরিত শ্রীলঙ্কা। শনিবার জারি হয়েছে জরুরী অবস্থা। এর মাঝেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে এসে পৌঁছালো শ্রীলঙ্কা ক্রিকেট দল। রোববার বেলা সাড়ে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে শ্রীলঙ্কা দলকে বহন করা বিমানটি।
যদিও সফকারীদের বেলা ১১টা ৪৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ফ্লাইট দেরি হওয়ায় প্রায় এক ঘণ্টা পর ঢাকা এসে পৌঁছায় তারা। বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে গেছে শ্রীলঙ্কা।
দলের সঙ্গে আসেননি অধিনায়ক দিমুথ করুনারত্নে ও চামিকা করুনারত্নে। দিমুথ ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও চামিকা কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলছেন।
ঢাকা পৌঁছেই চট্টগ্রামে যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কার। এমএ আজিজ স্টেডিয়ামে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তাদের। কিন্তু লঙ্কানরা ঢাকাতেই ম্যাচটি খেলতে চায়। এ কারণে বিসিবি একাদশের বিপক্ষে ম্যাচটি বিকেএসপিতে আয়োজন করবে বিসিবি।
বাংলাদেশ দল অবশ্য আজই চট্টগ্রাম চলে যাবে। বিসিবি সূত্র জানিয়েছে সন্ধ্যার একটি ফ্লাইটে চট্টগ্রামে যাবে মুমিনুল হকের দল। প্রথম টেস্টের আগে ওখানেই প্রস্তুতি পর্ব সারবে ঘরের মাঠের দলটি।
শ্রীলঙ্কা দল আজ বিশ্রামে থাকবে। কাল মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে তাদের অনুশীলন করার কথা। ১০ ও ১১ মে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে পরদিন প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাবে তারা।
চার বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে এলো শ্রীলঙ্কা। এই সফরে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে।
বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাধুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকত।