‘দেশ কি টাকার চেয়ে বড় নয়?’- মুস্তাফিজকে সমালোচনা করে সুজন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের খুব বেশি ক্রিকেটারের ডাক পড়ে না। চলতি আসরের আগে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান নিয়মিতভাবে ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি আসরটিতে খেলেছেন। এবার নিলামে অবিক্রিত থেকে যান সাকিব, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন মুস্তাফিজ। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে ডাক পড়লেও দেশের হয়ে টেস্ট খেলার প্রাধান্য দিয়েছেন তাসকিন আহমেদ।
কিন্তু মুস্তাফিজ দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ খেলেই ভারতে চলে যান আইপিএল খেলতে। দেশের হয়ে টেস্ট খেলা বাদ দিয়ে আইপিএলকে বেছে নিয়েছেন মুস্তাফিজ। অবশ্য টেস্টের প্রতি তার অনাগ্রহের কথা নতুন কিছু নয়। যে কারণে লাল বলের চুক্তিতে সই করেন না বাঁহাতি এই পেসার। কিন্তু তার টেস্ট খেলার অনাগ্রহের কারণে একইসঙ্গে বিরক্ত ও হতাশ জাতীয় দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
মুস্তাফিজের টেস্ট না খেলার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন তিনি। দেশপ্রেমের প্রশ্নে বাংলাদেশ পেসারকে কাঠগড়ায় পর্যন্ত তুলেছেন খালেদ মাহমুদ। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে পেস আক্রমণ নিয়ে বিপাকে বাংলাদেশ। চোটের কারণে দলে নেই তাসকিন আহমেদ। শরিফুল ইসলামও চোট থেকে সেরে ওঠেননি। ভরসা রাখতে হবে এবাদত হোসেন, খালেদ আহমেদদের ওপর। পেস আক্রমণ অনভিজ্ঞ হয়ে পড়ায় যেন মুস্তাফিজের টেস্টের প্রতি অনাগ্রহের বিষয়টি তাতিয়ে তুলেছে খালেদ মাহমুদকে।
মুস্তাফিজকে সমালোচনা করে তিনি বলেন, 'সাদা বলে হয়তো টাকার ব্যাপারটা বেশি। আইপিএল খেললে হয়ত ২-৪ কোটি টাকা পাব। ক্রিকেট কি টাকার চেয়ে বড় নয়? দেশটা টাকার চেয়েও কি বড় নয়? আমরা তো টাকার জন্য খেলিনি। একজন ক্রিকেটারকে এখন মৃত্যুর সময় বিসিবির সহায়তা লাগে। ওদের তো লাগবে না। ওরা বরং অন্যদের সহায়তা করতে পারে। দেশের জন্য কেন আমি খেলব না?'
অন্যান্য পেসারদের চোটের অবস্থা জানিয়ে খালেদ মাহমুদ বলেন, 'আমি তো চাই মুস্তাফিজ টেস্ট খেলুক। কেন না? আমাদের তো এতো বোলার নেই। হাতে গুনলে এবাদত, তাসকিন, শরিফুল, খালেদ, রাহি; এরপর বোলার কই? বাংলাদেশের সেরা ফাস্ট বোলারই তো মুস্তাফিজ। অভিজ্ঞতা বলুন, নৈপুণ্য বলুন, টেকনিক-টেকটিকস; এসব দিক থেকে তো মুস্তাফিজই সেরা। আজ তাসকিন ইনজুরিতে। আমাদের মূল বোলারদের একজন, সে খেলতে পারবে না। মুস্তাফিজ থাকলে দলের ভারসাম্য ঠিক থাকতো।'
'তাসকিন ও শরিফুল এমন খেলোয়াড়, যারা যেকোনো সময় ইনজুরিতে পড়তে পারে। সেক্ষেত্রে মুস্তাফিজ থাকলে আমরা ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারতাম। এখন এত খেলা, তিন ফরম্যাটে খেলা কঠিন। এখানে সবাইকে বিশ্রাম দিতে হবে। তাসকিনের যেমন বিরতি দরকার, শরিফুলেরও বিরতি দরকার। এবাদত-খালেদ না হয় শুধু টেস্ট খেলে। মুস্তাফিজকে এখানে সাহায্য করার জন্য হলেও রাখা উচিত। বোলার যখন তৈরি হয়ে যাবে, তখন হয়তো মুস্তাফিজকে প্রয়োজন হবে না। আমি এটা জানি সাদা বলে মুস্তাফিজ ভয়ংকর। কিন্তু এটাও জানি, লাল বলেও সে প্রতিপক্ষের কাছে ভয়ংকর হয়ে উঠতে পারে।' যোগ করেন তিনি।
নিয়ম মেনে বিসিবি থেকে অনাপত্তিপত্র নিয়েই আইপিএল খেলতে যাওয়ায় এই মুহূর্তে মুস্তাফিজের মনোযোগে ব্যাঘাত ঘটাতে চান না খালেদ মাহমুদ। কিন্তু তার চাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি হলেও টেস্ট খেলুক মুস্তাফিজ, 'যেহেতু ওকে আমরা ছুটি দিয়ে দিয়েছি, আইপিএল খেলছে, এখন ওকে ডিস্টার্ব করতে চাই না। আইপিএল খেলুক। আইপিএলে আমাদের একজন প্রতিনিধিত্ব করছে, এটা আমাদের জন্য বড় একটা ব্যাপার। আমরা চাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটা টেস্ট হলেও সে খেলুক।'