কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু মেসি, রোনালদো, নেইমারদের

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজক দেশটির রাজধানী দোহায় জমকালো আয়োজনে ড্র অনুষ্ঠিত হয়। বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করা ২৯ দল জেনেছে গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ কারা। বাকি তিন দল চূড়ান্ত হবে আগামী জুনে। তবে তাদের গ্রুপ ইতোমধ্যেই ঠিক হয়ে গেছে।
আয়োজক কাতারসহ ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগালকে শীর্ষ দল ধরে আট গ্রুপে পাঠানো হয়। এরপর ড্রয়ের মাধ্যমে প্রতিটি গ্রুপের বাকি তিন দল চূড়ান্ত করা হয়।
'জি' গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমারদের গ্রুপে আছে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যমই এটাকে 'গ্রুপ অব ডেথ' বলছে। সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে হেক্সা মিশনের লক্ষ্যে থাকা সেলেসাওরা।
'সি' গ্রুপের শীর্ষ দল লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। এই গ্রুপের বাকি তিন দল মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব। আলবিসেলেস্তেদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল পড়েছে 'এইচ গ্রুপে। গ্রুপটির বাকি তিন দল উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা। প্রথম ম্যাচে পুর্তগালের প্রতিপক্ষ ঘানা।
কাতার বিশ্বকাপের গ্রুপ
এ গ্রুপ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর
বি গ্রুপ: ইংল্যান্ড, আমেরিকা, ইরান, ইউরোপিয়ান প্লে-অফে জয়ী
সি গ্রুপ: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব
ডি গ্রুপ: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিশিয়া, প্লে-অফ ১,
ই গ্রুপ: স্পেন, জার্মানি, জাপান, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২
এফ গ্রুপ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা
জি গ্রুপ: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন
এইচ গ্রুপ: পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা