ঢাকায় মুস্তাফিজ, চিটাগংয়ে সাকিব; ড্রাফটের আগে কে গেলেন কোন দলে
আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। কাল রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে আসরটির প্লেয়ার্স ড্রাফট। এর আগে থেকেই অবশ্য দল গোছানোর কাজ শুরু করেছে বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজি। ধরে রাখা ও সরাসরি চুক্তিতে ক্রিকেটার কিনে দল গোছানোর কাজ এগিয়ে রেখেছে সব ফ্র্যাঞ্চাইজিগুলো।
সরকার বদল হওয়ায় শেষ টেস্ট খেলতে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে শঙ্কা থাকলেও অভিজ্ঞ এই অলরাউন্ডার ইতোমধ্যে বিপিএলে নিজের ঠিকানা ঠিক করে ফেলেছেন। রংপুর রাইডার্স ছেড়ে এবার তিনি পাড়ি জমিয়েছেন চিটাগং কিংসে। দলটি ১০ বছর পর বিপিএলে অংশ নিতে যাচ্ছে। সাকিব ছাড়াও বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে চিটাগং। বিদেশি ক্রিকেটারদের মধ্যে তাদের অন্যতম রিক্রুট ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।
বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, আসরটির চারবারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারের আসরে অংশ নিচ্ছে না দলটি। কুমিল্লা দলের নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমানের ঠিকানা এবার বদলেছে, তাকে দলে ভিড়িয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তারা।
দুই অভিজ্ঞ তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ধরে রেখেছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে তাওহিদ হৃদয়কে। বিপিএলের একবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স সরাসরি চুক্তিতে দলে টেনেছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। এ ছাড়া তারা ধরে রেখেছে নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসানকে।
এবারের আসরের আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে এনামুল হক বিজয় ও তরুণ জিসান আলমকে। মেহেদী হাসান মিরাজের ঠিকানা এবার খুলনা টাইগার্স, তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া আফিফ হোসেন ধ্রুব ও নাসুম আহমেদকে ধরে রেখেছে খুলনা। সিলেট স্ট্রাইকার্স সরাসরি চুক্তিতে দলে টেনেছে জাকের আলী অনিককে। তারা ধরে রেখেছেন তানজিম হাসান সাকিব ও জাকির হাসানকে।
প্লেয়ার্স ড্রাফটে ১৯৮ জন দেশি ক্রিকেটার ৬টি ভিন্ন ক্যাটাগরিতে আছেন। সর্বোচ্চ ৬০ লাখ টাকার 'এ' ক্যাটাগরিতে ছিলেন ১২ জন ক্রিকেটার। এদের মধ্যে ৭ জনকে সরাসরি চুক্তিতে অথবা ধরে রেখেছে দলগুলো। এই ক্যাটাগরির বাকি বাকি পাঁচ জন মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও নাজমুল হোসেন শান্তর নাম উঠবে ড্রাফটে।
এ ছাড়া ৪০ লাখ টাকার 'বি' ক্যাটাগরিতে ১২ জন, ২৫ লাখ টাকার 'সি' ক্যাটাগরিতে ২২ জন, ২০ লাখ টাকার 'ডি' ক্যাটাগরিতে ২৮ জন, ১৫ লাখ টাকা 'ই' ক্যাটাগরিতে ৫১ জন ও ১০ লাখ টাকার 'এফ' ক্যাটাগরিতে নাম আছে ৭৩ জন ক্রিকেটারের। পাঁচটি ক্যাটাগরিতে মোট ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের নাম আছে প্লেয়ার্স ড্রাফটে।
ড্রাফটের আগে এক নজরে দেখে নেওয়া যাক সাত দল
চিটাগং কিংস
সরাসরি চুক্তি: সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম।
বিদেশি সরাসরি চুক্তি: মইন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও বিনুরা ফার্নান্দো।
ফরচুন বরিশাল
সরাসরি চুক্তি: তাওহিদ হৃদয়
ধরে রাখা: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
ঢাকা ক্যাপিট্যালস
সরাসরি চুক্তি: মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিম।
দুর্বার রাজশাহী
সরাসরি চুক্তি: এনামুল হক বিজয় ও জিসান আলম।
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি: মোহাম্মদ সাইফউদ্দিন
ধরে রাখা: নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসান।
সিলেট স্ট্রাইকার্স
সরাসরি চুক্তি: জাকের আলী অনিক
ধরে রাখা: তানজিম হাসান সাকিব ও জাকির হাসান।
খুলনা টাইগার্স
সরাসরি চুক্তি: মেহেদী হাসান মিরাজ
ধরে রাখা: আফিফ হোসেন ধ্রুব ও নাসুম আহমেদ।