সাকিবের অবসরের সিদ্ধান্তে অবাক হাথুরুসিংহে
পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতায় আত্মবিশ্বাসের চূড়ায় থেকেই ভারত সফরে যায় বাংলাদেশ। এই সফরে কঠিন পরীক্ষা থাকবে জেনেও ভালো করার প্রত্যয়ের কথা জানিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু আশা ও বাস্তবতার সঙ্গে একেবারেই মেলেনি। ২৮০ রানে প্রথম টেস্ট হারা বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হেরেছে দুই দিনেরও কম সময়ে।
দুই টেস্টেই ব্যাটিং ব্যর্থতার বৃত্তে আটকে ছিল নাজমুল হোসেন শান্তর দল। দুই ম্যাচের চার ইনিংসে বাংলাদেশের কেবল একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন, হাফ সেঞ্চুরি এসেছে দুটি। ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল সিরিজে একাই করেছেন তিন হাফ সেঞ্চুরি। স্বাগতিকদের অন্য ব্যাটসম্যানদের ব্যাটিং, সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরির কথা না হয় বাদই দেওয়া গেল।
এমনভাবে সিরিজ হারা দলের সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ দেশের সংবাদকর্মীদের খুব একটা আগ্রহ থাকার কথা নয়। এরপরও আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অনেক ভারতীয় সাংবাদিক হাজির হন। মূল কারণ সাকিব আল হাসান। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়া অভিজ্ঞ এই অলরাউন্ডারের দেশে ফিরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার প্রক্রিয়া সম্পর্কে আগ্রহ ছিল তাদের।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহেকে সাকিবের প্রসঙ্গেই বেশিরভাগ প্রশ্ন করেছেন ভারতীয় সাংবাদিকরা। একটি প্রশ্নের উত্তরে বাংলাদেশ কোচ জানান, সাকিবের অবসরের ঘোষণায় অবাক হয়েছেন তিনি। হাথুরুসিংহে বলেন, 'সাকিব দক্ষিণ আফ্রিকাকে তার শেষ সিরিজ বলায় আমরা সবাই অবাক হয়েছি।'
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সাকিবের দলে থাকা না থাকা ও তার বিকল্প নিয়ে বাংলাদেশের প্রধান কোচ বলেন, 'এটাই সাকিবের শেষ টেস্ট ম্যাচ, এ ব্যাপারে কিছু জানি না। যতোটুকু জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলছে। সাকিব না থাকলে কী হবে, সেই ভাবনা সব সময়ই আছে। কারণ, এখন সে ক্যারিয়ারের শেষ দিকে। আর সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না আপনি।'