সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি
কানপুর টেস্ট শেষ, সিরিজ জয়ের উদযাপনে ব্যস্ত ভারতীয় ক্রিকেটাররা। এর মাঝে দলছুট দেখা গেল বিরাট কোহলিকে, একটি ব্যাট তিনি হাঁটছেন। না, টানা দুই টেস্ট খেলার পরপরই ব্যাটিং অনুশীলনে নেমে যাননি ভারতের তারকা এই ব্যাটসম্যান। ব্যাটটি সাকিব আল হাসানের জন্য, ক্যারিয়ারের শেষ বেলায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশ অলরাউন্ডারকে নিজের ব্যাটটি উপহার দিয়েছেন কোহলি।
কানপুর টেস্ট হয়ে যেতে পারে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট। তাই বাংলাদেশ কিংবদন্তির প্রতি কোহলির এই সম্মান প্রদর্শন। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আগে নিজের একটি বিশেষ ব্যাট সাকিবকে উপহার দেন কোহলি। এ সময় খোশ মেজাজে কিছুক্ষণ কথাও বলেন দুই দেশের এই দুই ক্রিকেট নক্ষত্র। এদিন সাকিবকে ব্যাট উপহার দিয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তও।
কানপুর টেস্ট শুরুর আগের দিন বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। ম্যাচ, দল; সব ছাপিয়ে সেই সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠেন তিনি নিজেই। সেদিন আচমকা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার। জানান, শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন আর শেষ টেস্ট খেলবেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে শেষ টেস্ট খেলতে চান সাকিব। এর জন্য দেশে ফিরতে নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছেন তিনি। গত জানুয়ারিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব হত্যা মামলার আসামী হওয়ায় নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছেন।
যদিও বিসিবি থেকে ইতিবাচক সাড়া মেলেনি। দেশের ক্রিকেট প্রধান ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবকে এককভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বিসিবির নেই। তাই দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তার নিরাপত্তার দায়িত্ব নেবে না। এর কদিন পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, ক্রিকেটার সাকিবকে নিরাপত্তা দেওয়া সম্ভব হলেও জনগণের ক্ষোভ থাকলে সেই নিশ্চয়তা দেওয়া 'সম্ভব নয়'। এমনকি, সাকিবের নিরাপত্তা নিশ্চয়তা চাওয়ার ব্যাপারটিকেই অবান্তর বলেন তিনি।
এমন অবস্থায় দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চয়তা না পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হবে না তার। অভিজ্ঞ এই ক্রিকেটারের শেষ টেস্ট হয়ে যেতে পারে ভারতের বিপক্ষে কানপুরে খেলা এই ম্যাচটি। এটা শেষ টেস্ট না হলেও সাকিবের টেস্ট ক্যারিয়ারে যে বেশি পথ বাকি নেই, সেটা অনুমেয়। কোথায় আবার কবে দেখা হয়, নিশ্চয়তা নেই। এ কারণেই হয়তো আগেভাগেই সাকিবকে সম্মান জানিয়ে রাখলেন কোহলি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির থেকে ব্যাট চেয়ে নিয়েছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস।