লিড নিলো বাংলাদেশ
ঝড়ো ব্যাটিংয়ের রেকর্ডময় প্রথম ইনিংসে ৫২ রানের লিড নিয়েছিল ভারত। সেই রান ছাড়িয়ে দ্বিতীয় ইনিংসে লিড নিলো বাংলাদেশ। ৮ উইকেট হাতে নিয়ে কানপুর টেস্টের শেষ দিনে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২৩ ওভার শেষে ৩ উইকেটে ৭৫ রান তুলেছে, লিড দাঁড়িয়েছে ২২ রান। ওপেনার সাদমান ইসলাম অনিক ৩৬ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩ রানে ব্যাটিং করছেন।
শুরুতেই ফিরে গেলেন মুমিনুল
প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মাঝে কেবল তিনিই ছিলেন ব্যতিক্রম, তিন নম্বরে নেমে দারুণ এক সেঞ্চুরিতে দলের রান বাড়ান মুমিনুল হক। তার ১৯৪ বলের ইনিংটায় বেশিরভাগ স্কোরিং শট ছিল সুইপ। দ্বিতীয় ইনিংসেও সেই চেষ্টা করলেন বাংলাদেশের এই ব্যাটসম্যান, কিন্তু এবার আর সফল হতে পারলেন না। আজকের দিনের তৃতীয় ওভারেই ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগ স্লিপে ধরা পড়ে ফিরে গেলেন মুমিনুল।
৫২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এদিন ১১ ওভারে ২৬ রান তুলে দিনের খেলা শেষ করে তারা। অপরাজিত থেকে মাঠ ছাড়েন সাদমান ইসলাম অনিক ও মুমিনুল। কিন্তু শেষ দিনে দলকে ভালো শুরু এনে দিতে পারলো না এই জুটি। ২ রান করেই ফিরে গেলেন আগের ইনিংসে ১০৭ রানে অপরাজিত থাকা মুমিনুল।
১৭ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪২ রান, সফরকারীরা পিছিয়ে ১০ রানে। ওপেনার সাদমানের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাদমান ১৯ ও শান্ত ১ রানে ব্যাটিং করছেন। এই টেস্ট বাঁচাতে হলে আজ শেষ দিনের বেশিরভাগ সময় ধরে ব্যাটিং করতে হবে বাংলাদেশকে, সঙ্গে তুলতে হবে রানও।