অনূর্ধ্ব-১৭ সাফ ফাইনালে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ
গ্রুপ পর্ব ভালো না গেলেও সেমি-ফাইনালে জ্বলে ওঠে বাংলাদেশ। দুইবার করে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর গল্প লেখা বাংলাদেশ রুদ্ধশ্বাস টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে কাটে ফাইনালের টিকেট।
আত্মবিশ্বাসী হয়ে ওঠা দলটি ফাইনালে ভারতের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স করার প্রত্যয়ের কথা জানায়। কোচ সাইফুল বারী টিটু জানান, ফাইনাল হবে ফাইনালের মতোই।
হলো-ও সেটা, শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বুক চিতিয়ে লড়লেন বাংলাদেশের যুবারা। কিন্তু গোলের খেলায় গোলের দেখাটাই মিললো না। ভারত যে একবার এগিয়ে গেল, আর সমতায় ফেরা হলো না বাংলাদেশের।
উল্টো যোগ করা সময়ে আবারও পিছিয়ে পড়তো হলো। সোমবার ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে সাইফুল বারীর শিষ্যরা।
আসরটির বর্তমান চ্যাম্পিয়ন ভারত, এবারের আসরেও তারা চ্যাম্পিয়নের মতোই খেলেছে। এ নিয়ে অনূর্ধ্ব-১৭ সাফের ষষ্ঠ শিরোপা ঘরে তুললো ভারত।
গ্রুপ পর্বে কোনো ম্যাচ না জিতেই সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১-০ গোলের হারে আসর শুরু হয় তাদের। পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা।
'এ' গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হারে মালদ্বীপ। ভারতের বিপক্ষে কম ব্যবধানে হারায় গোল পার্থক্যে শেষ চারের টিকেট পায় বাংলাদেশ।